07/10/2024 : 7:57 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

ইনসাফ যাত্রর সমর্থনে বাইক মিছিল মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২০ নভেম্বর ২০২৩:


ডি ওয়াই এফ আই মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির ডাকে রবিবার সকাল ৯ নাগাদ মেমারি চকদিঘী মোড় লড়ি ইউনিয়নের সামনে থেকে ইনসাফ যাত্রার সমর্থনে একটি বাইক র‍্যালি শুরুহয়। বাইক রেলি মেমারি 1 ব্লকের পাঁচটা গ্রাম পঞ্চায়েত ও একটি পৌরসভার মধ্য দিয়ে হয়।

প্রায় ৩০ কিলোমিটার রাস্তা, গ্রাম, গঞ্জ ও শহর পরিক্রমা করে এই রেলি। বামেদের ইনসাফ যাত্রর দাবি গুলি মেমারির যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই রেলির আয়োজন বলে জানা যায়। এদিন লড়ি ইউনিয়ের সামনে ডি ওয়াই এফ আই কর্মীরা জমায়েত হয়। রেলি শুরুর আগে সেখানে বক্তব্য রাখেন, যুব নেতা সেখ রউফ।

ইনসাফ যাত্রার র‍্যালিতে ছিলেন, যুব সম্পাদক তন্ময় মণ্ডল, যুব নেত্রী অন্তরা, দত্ত, অভ্র শুর, ও অন‍্যান‍্য নেতৃবৃন্দ। জানা যায় ৩ নভেম্বর কোচ বিহার থেকে ইনসাফ যাত্রা শুরু হয়ে রাজ‍্যের সব জেলা ঘুরে ৭ জানয়ারি ইনসাফ যাত্রা ব্রিগেড সমাবেশের মধ‍্য দিয়ে শেষ হবে। আগামী ২৪ শে নভেম্বর মেমারিতে ইনসাফ যাত্রা বিকাল ৪ টার সময় আসবে।

Related posts

“পাকা ধানে মই” মাথায় হাত ভাতার ব্লকের চাষীদের

E Zero Point

পূর্বস্থলী-১ বিডিওকে তাঁত শ্রমিকদের স্মারকলিপি

E Zero Point

মেমারি তক্তিপুরে তৃণমূলের শহীদ স্মরণ ও যুবনেতাকে সংবর্ধনা

E Zero Point

মতামত দিন