21/03/2023 : 1:01 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

তৃণমূলের অঞ্চল সহ-সভাপতিকে বাড়িতে ডেকে খুন

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ৩ সেপ্টেম্বর ২০২১:


তৃনমূল কংগ্রেসের অঞ্চল সহ-সভাপতিকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো পঞ্চায়েত সদস্যার স্বামী ও তার ভাইয়ের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে শুক্রবার মালদা জেলার চাঁচল চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের খানপুর এলাকায়।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচল মহকুমা জুড়ে।

পুলিশ সূত্রে জানা গেছে মৃত তৃণমূল নেতার নাম সেতাবুর রহমান(৪১)।সে ছিল চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল‌ কংগ্রেসের অঞ্চল সহ-সভাপতি।বৃহস্পতিবার রাতে খানপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যা শরিফা বিবি ও তার স্বামী জামালউদ্দিন সেতাবুর রহমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তাদের বাড়িতে।স্বামী ও তার ভাই তাকে খুন করেছে বলে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের স্ত্রী আলিয়ারা খাতুন।অভিযোগের ভিত্তিতে চাঁচল থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

পরিবার সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে খানপুর গ্রামের পঞ্চায়েত সদস্যা শরিফা বিবি ও তার স্বামী জামালউদ্দিন সেতাবুর রহমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তাদের বাড়িতে।সেখানে দুই পক্ষের মধ্যে বচসা বাধে বলে খবর।গ্রামবাসীর ছুটে গিয়ে দেখতে পাই সেতাবুর রহমান রক্তাক্ত অবস্থায় মাটিতে পরে রয়েছেন।তৎক্ষণাৎ তাকে মালতিপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কা জনক অবস্থা দেখে চিকিৎসকরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে দেন।বেশি পরিমাণ রক্তক্ষরণ হবার ফলে হাসপাতালে মৃত্যু হয় তার।



Related posts

নিমো জিটি রোডে পথদুর্ঘটনাঃ লরি চালক গ্রেপ্তার

E Zero Point

প্রায় তিন বছর পর প্রশাসক বসল বর্ধমান পৌরসভায়

E Zero Point

তৃণমূলের করোনা মুক্তির যজ্ঞ পূর্বস্থলীতে

E Zero Point

মতামত দিন