05/02/2023 : 7:03 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

দুয়ারে সরকারে উপভোক্তাদের ফর্ম ফিলাপে বিধায়ক

জিরো পয়েন্ট নিউজ প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ৩ সেপ্টেম্বর ২০২১: 


পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পারুলিয়া কুলোকামিনী উচ্চবিদ্যালয় দুয়ারে সরকারের ক্যাম্পে দাঁড়িয়ে থাকা মানুষদের নিজে হাতে ফর্ম ফিলাপ করে দিলেন পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক তপন চট্টোপাধ্যায়। এদিন শুক্রবার দুয়ারে সরকারের ক্যাম্প পরিদর্শনে এসে বিধায়ক তপনবাবু  লক্ষ্মী ভান্ডার এবং কাষ্ট সার্টিফিকেটের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা বেশ কিছু মানুষের ফর্ম ফিলাপ করে দেন।

শুক্রবার ফর্ম ফিলাপ শেষে বিধায়ক তপনবাবুজানান, বহু মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে অনেকেই ফর্ম ফিলাপ করতে পারছিলেন না তাদের ফর্ম ফিলাপ করে দিলাম। একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলাম এইটুকু মাত্র।

লাইনে দাঁড়িয়ে থাকা এক মহিলা তিনি জানান, বিধায়ক এসেছিলেন ফর্ম ফিলাপের জন্য দাঁড়িয়ে ছিলাম তখনই হাত থেকে ফর্মটি নিয়ে বিলাপ করে দিলেন। না হলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো।Related posts

পুলিশ ফাঁড়ি না সরানোর দাবীতে বিক্ষোভ

E Zero Point

অঙ্গনওয়াড়ী কর্মীর ডেপুটেশন মেমারিতে

E Zero Point

বিজেপি থেকে তৃণমূলে যোগদান বর্ধমানে

E Zero Point

মতামত দিন