25/04/2024 : 1:40 PM
আমার বাংলাকান্দিদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

কান্দি সাংস্কৃতিক সমন্বয় কমিটির বিক্ষোভ

জিরো পয়েন্ট নিউজ – রক্তিম সিদ্ধান্ত, কান্দি, ১০ নভেম্বর, ২০২০:


কান্দির সাংস্কৃতিক সমন্বয় কমিটির পক্ষ থেকে আজকেকান্দি রামেন্দ্রসুন্দর ত্রিবেদী অডিটোরিয়ামের সামনে একটি বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয় ও কান্দি মহকুমা শাসককে একটি ডেপুটেশন দেওয়া হয়। কান্দি সাংস্কৃতিক সমন্বয় কমিটির পক্ষ থেকে এই বিক্ষোভ সমাবেশ ও কান্দি মহকুমা শাসককে ডেপুটেশন দেওয়া হয় মূলত কান্দির রামেন্দ্রসুন্দর ত্রিবেদী অডিটোরিয়াম কে বেসরকারিকরণের প্রতিবাদে। বহু আন্দোলনের পর সাংস্কৃতিক সমন্বয় কমিটি কান্দির বুকে একটি অডিটোরিয়াম পেয়েছে কিন্তু সেই অডিটোরিয়াম জেলা পরিষদের অধীনে থাকা সত্ত্বেও জেলা পরিষদ সেই অডিটোরিয়াম কে বেসরকারিকরণ করবার চেষ্টা করছে লিজ দিয়ে তাই তাদের এই বিক্ষোভ সমাবেশ বলে জানিয়েছেন সংস্কৃতিক কমনয় কমিটির সদস্যরা।

Related posts

মেমারিতে রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা

E Zero Point

রঙিন পথ স্বেচ্ছাসেবী সংস্থা ও লায়ন্স ক্লাব অফ পান্ডুয়ার যৌথ উদ্যোগে রক্তদান শিবির

E Zero Point

ইলেকট্রিক শক খেয়ে মঙ্গলকোটো মৃত এক ব্যক্তি

E Zero Point

মতামত দিন