জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, অতনু ঘোষ, মেমারি, ১৮ জানুয়ারি ২০২২:
একদিকে সরকারের প্রচার ও বিধি নিষেধ অন্যদিকে স্থানীয় প্রশাসনের উদ্যোগ মানুষের সচেতনতার ফলে জেলায় ধীরে ধীরে করোনা সংক্রণনের হার কমতে শুরু করেছে। পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তর থেকে প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে, মঙ্গলবার বৈকাল ৫টা পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় আজ নতুন করে ৩৮৭ জনের মধ্যে কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে ।
কিন্তু বর্ধমান শহরে ৯৯ জন করোনা আক্রান্ত হয়েছে। অন্যদিকে মেমারি ১ ব্লকে ২৭ জন, মেমারি ২ ব্লকে ৫ জন ও মেমারি পৌরসভায় ৫ জন – মোট ৩৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ৪৯৫০০ জন এবং ৪৫৮৮১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে অ্যাকটিভ করোনা রুগী ৩১১২ জন। ব্লক ও পৌর এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা: