25/04/2024 : 7:27 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গ

বলাগড়ে লরির ধাক্কায় মৃত ১

জিরো পয়েন্ট নিউজ – সুমন চক্রবর্তী, ২৯ অগস্ট ২০২০:


স্থানীয় সূত্রে, জানা যায় শুক্রবার রাত ৮ টা ৪৫ মিনিটে নাগাদ বলাগড়ের সোমরাবাজার এক নম্বর পঞ্চায়েতের ঘোষপুকুর এলাকার বাসিন্দা সুনীল টুডু এস টি কে কে রাস্তা পারাপার হচ্ছিলেন ঠিক সেই সময় কাটোয়ার দিক থেকে জিরাটের দিকে আসা একটি লরি ধাক্কা মারে। ঘটনাস্থলে বছর পঁয়ত্রিশের সুনীল টুডুর মৃত্যু হয়। এই ঘটনা চাউর হতেই ঘোষপুকুর এলাকার বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। প্রায় ২ ঘণ্টারও বেশি দেহ আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়। ঘটনাস্থলে বলাগড় থানার পুলিশ এসে গাড়িটি আটক করে। স্থানীয়দের অভিযোগ ঘোষপুকুর মোড়ে সন্ধ্যার পরেই থাকে ঘুটঘুটে অন্ধকার যার ফলে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি ঘোষপুকুর মোড়ে বাম্পারের পাশাপাশি হাইমাস লাইট দিতে হবে। এবং যে সিভিক পুলিশরা ওই মোড়ে কর্মরত থাকে তারা ঠিকঠাক মত কাজ পালন করেন না। মোবাইল ফোনে ব্যস্ত থাকে ছুটির আগেই বাড়ি চলে যান। সিভিক পুলিশের পরিবর্তনের দাবি জানান। ঘটনাস্থলে সোমরাবাজার ১ নম্বর পঞ্চায়েতের প্রধান সুশান্ত মন্ডল এবং সোমরাবাজার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিভাস সরকার আসেন। প্রধান বিভাস সরকার জানান ১৫ দিনের মধ্যে হাই মাস লাইট, রাস্তায় বাম্পার দেওয়া হবে। পাশাপাশি আবারো পুলিশ মানবিক বলাগড় থানার ওসি সুন্দর গোপাল মুখার্জী ঘটনাস্থলে এসে মৃতের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি নিজের মাইনে থেকে ১০ হাজার টাকা হাতে তুলে দেবেন। এবং রাস্তার মোড়ে ট্রাফিক পুলিশের ব্যারিকেড রাখা হবে। রাত ১১ টার পরে যান চলাচল স্বাভাবিক হয়।

Related posts

মেমারি হাটপুকুর ঘাটে ছটপুজোর সমাগম

E Zero Point

পুলিশের সহায়তায় ফিরে পেলেন হারিয়ে যাওয়া টাকা

E Zero Point

সালারে তৃণমূল কংগ্রেসের সংবর্ধনা সভা

E Zero Point

মতামত দিন