28/03/2024 : 11:12 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

বিয়ের ২ দিনের মধ্যে এক নব দম্পতির আত্মহত্যা

জিরো পয়েন্ট নিউজ সুমিত ঘোষ, মালদা, ৯ ফেব্রুয়ারি ২০২১:


বিয়ের ২ দিনের মধ্যে এক নব দম্পতির আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে ইংলিশবাজার থানার আরাপুর কোতোয়ালিতে। আত্মহত্যা বলে প্রাথমিক তদন্তে জানিয়ে পুলিশ। বিয়ের পর সোমবার গভীর রাতে নব দম্পতি বাড়িতে আসে। তারপরের দিন মৃত্যুর ঘটনায় একাধিক প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত স্বামীর নাম নির্মল সাহা(‌২০)‌। ইংলিশবাজার থানার আরাপুর কোতোয়ালিতে বাড়ি তাঁর। পেশায় তিনি সিলিং ডিজাইনিং মিস্ত্রি ছিলেন। মৃত বধূর নাম প্রিয়াঙ্কা মন্ডল(‌১৮)‌। মুর্শিদাবাদ জেলার ফরাক্কায় বাড়ি তাঁর। পরিবার সূত্রে জানা গেছে, গত রবিবার প্রেম করে বিয়ে করেন তাঁরা।

তারপর সোমবার গভীর রাতে একসঙ্গে বাড়িতে আসেন তাঁরা। যদিও রাতে বাড়ির লোকেরা তেমন কিছু বলেন নি। মঙ্গলবার সকাল হতেই বকাঝকা করেন বাবা নব সাহা ও মা মেয়তি সাহা। তাঁদের ১ ছেলে ও ১ মেয়ে। বাবা-‌মায়ের স্বাদ ছিল তাঁদের ছিলের বিয়ে ধুমধাম করে দেওয়ার। কিন্তু বাড়িতে কাউকে কিছু না জানিয়ে পালিয়ে বিয়ে করে ছেলে। তাঁরা বলেছিলেন, বাড়িতে আগে বললে এভাবে পালিয়ে বিয়ে করতে দিতেন না তাঁরা। এরপর যে যার কাজে চলে যান। এদিন দুপুরে মৃত নির্মলের বন্ধুরা নববধূকে বাড়িতে দেখতে আসেন। এসে দেখেন তাঁদের ঘরের দরজা বন্ধ। ডাকাডাকি করেও কোনও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন পাশাপাশি নব দম্পতির ঝুলন্ত দেহ। গলায় তাঁদের দড়ি জড়ানো। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে। মৃত নির্মলের এক আত্মীয় বিশ্বজিৎ সাহা বলেন, ‘‌মৃত্যুর কারণ নিয়ে আমরা ধোঁয়াশায়। বাড়িতে কাউকে না জানিয়ে বিয়ে করলে পরিবারের লোকেরা তো কিছু বলবেই। কিন্তু তারজন্য মনে হয় বিশ্বজিত প্রস্তুত ছিল। মৃত্যুর পেছনে কী কারণ রয়েছে, তা নিয়ে ধন্দেই রয়েছি আমরা। পুলিশকে তদন্ত করতে বলা হয়েছে।’‌

Related posts

কৃষি আইনের বিরোধিতা করে ভাতারে বাম সংগঠনের পথ অবরোধ

E Zero Point

খন্ডঘোষ থানার ১৬ জন পুলিশ কর্মী করোনা পজিটিভ, ওসি দ্বিতীয় বার করোনা আক্রান্ত

E Zero Point

মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরী সাংবাদিক সম্মেলন

E Zero Point

মতামত দিন