26/04/2024 : 11:03 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

জেলায় আবার বাড়লো সংক্রমণ – শুধু মেমারিতে ৫৯ – জেনে নিন কোথায় কতজন আক্রান্ত হয়েছে

জিরো পয়েন্ট নিউজ ডেস্কঅতনু ঘোষ, মেমারি, ১৯ জানুয়ারি ২০২২:


মঙ্গলবার জেলায় করোনা সংক্রমণ কিছুটা কমলেও আজ আবার বাড়লো। আজও মৃত্যু হয়েছে ২ জনের। পূর্ব বর্ধমান জেলা তথ‍্য ও সাংস্কৃতিক দপ্তর থেকে প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে, বুধবার বৈকাল ৫টা পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় আজ নতুন করে ৫৪৪ জনের মধ্যে কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে ।

বর্ধমান শহরে ৮১ জন করোনা আক্রান্ত হলেও। অন্যদিকে মেমারি ১ ব্লকে ১৪ জন, মেমারি ২ ব্লকে ২৮ জন ও মেমারি পৌরসভায় ১৭ জন – মোট ৫৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে ৫০০৪৪ জন এবং  ৪৬৭২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে অ্যাকটিভ করোনা রুগী ২৮১০ জন।

 

 

 

Related posts

সিপিআইএম পার্টি কর্মীদের মাস্কবিলি ও রাখি বন্ধন কর্মসূচি

E Zero Point

বিজেপি প্রার্থীর কুশপুতুল দাহ করে বিজেপি কর্মীদেরই বিক্ষোভ

E Zero Point

অসুস্থ হনুমানের বাচ্ছা উদ্ধার

E Zero Point

মতামত দিন