জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, মেমারি, ১৯ জানুয়ারি ২০২২:
মেমারিতে সড়ক দুর্ঘটনার কবলে মেমারি থানায় কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার। পুলিশ সূত্রে খবর ঐ সিভিক ভলেন্টিয়ার রসুলপুর থেকে মেমারির দিকে আসছিলো। উল্টো দিক থেকে বালি বোঝাই ট্রাক এসে ধাক্কা মারে বাইক করে আসা সিভিক ভলেন্টিয়ারকে।
সিভিক ভলেন্টিয়ারের পায়ের উপর দিকে বালি বোঝাই ট্রাকের চাকা চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় মেমারি থানার পুলিশ এসে উদ্ধার করে বর্ধমান অনাময় হাসপাতালে পাঠায়। জানা যায় ট্রাকটিকে আটক করেছে মেমারি থানার পুলিশ।
ঘটনাটি ঘটেছে মেমারি থানার রসুলপুরের কাছে বিষ্ণুপুর তেঁতুল তলা এলাকায়। পুলিশসূত্রে জানা যায় মেমারি থানার সাতগাছিয়া এলাকার বাসিন্দা সিভিক ভলেন্টিয়ারের নাম শেখ বজরুল রহমান। বয়স আনুমানিক ৩২ বছর।