03/02/2023 : 1:58 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

জিরো পয়েন্ট নিউজ, জামালপুর,  ১৬ জুন ২০২২:


এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘটনা থেকে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের জামালপুরের আঝাপুর সংলগ্ন এলাকায়। মৃত গৃহবধূর নাম উর্মিলা পাত্র ২১ বছর বয়স। আঝাপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে বাড়ির মধ্যেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ওই গৃহবধূ। বুধবার সকালে জামালপুর হাসপাতালে নিয়ে আসা হয় হাসপাতাল থেকে দেহ উদ্ধার করেছে জামালপুর থানার পুলিশ। মৃত গৃহবধূর শশুর শাশুড়ি ও স্বামীকে জামালপুর থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে।

Related posts

১০০ দিনের কাজের দাবিতে অবরোধ পূর্বস্থলীতে

E Zero Point

পাঁচশো টাকার বিনিময়ে উচ্চমাধ্যমিক পাস!!! অভিযুক্ত প্রধান শিক্ষক

E Zero Point

আজ মেমারির গর্ব দিগন্তিকা এবার ভারত সরকারের ওয়েব- সেমিনারে

E Zero Point

মতামত দিন