জিরো পয়েন্ট নিউজ, মৃত্যুঞ্জয় যশ, মন্তেশ্বর, ৭ জুলাই ২০২২:
জলে ডুবে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের ঘটনাটি ঘটেছে বুধবার মন্তেশ্বর ব্লকের অন্তর্গত পুরগুনা গ্রামে। মন্তেশ্বরে পুরগুনা গ্রামে দিলীপ বেশরা নামে এক পরিযায়ী শ্রমিক বুধবার পুকুরে স্নান করতে গিয়ে পুকুর জলের ডুবে যায়, বেশ কয়েক ঘন্টা পর ভেসে ওঠায় প্রতিবেশী মহিলা পুকুর ঘাটে থালা ধুতে গিয়ে দেখতে পেয়ে লোকজন ডেকে দিলীপ বেশরা কে উদ্ধার করে তড়িঘড়ি মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে, স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত ডাক্তারবাবু দেখে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায় দিলীপ বেসরা মালদা জেলা থেকে বেশ কয়েক মাস আগে পূরগুনাগ্ৰমে কাজে আসে সেবা রেজের বাড়িতে, সেখানে ই কাজকর্ম করত বুধবার পূকুরঘাটে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়,মন্তেশ্বর থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ থানায় নিয়ে যায়, পরে ময়না তদন্তের জন্য হসপিটালে পাঠায় সূত্রে মারফত খবর।