27/04/2024 : 12:22 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে চরম দুর্ভোগ রেল যাত্রীদের

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ৬ সেপ্টেম্বর ২০২২:


রেলের বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ তুলে সোমবারের পর আবার মঙ্গলবারও অফিসটাইমে হুগলির খন্যানে ফের রেল অবরোধ করলো নিত্যযাত্রীরা। ফলে আটকে পড়েছে অনেক লোকাল ট্রেন। তার সাথে ভোগান্তির শিকার অন্য যাত্রীরা। প্রায় ঘণ্টাতিনেক পর অবরোধ ওঠে।

অন্যদিকে অবরোধের জেরে মেমারি ষ্টেশনে আটকে পড়ে ডাউন সিউড়ি-শিয়ালদহ প্যাসেন্জার, ডাউন বিশ্বভারতী। মেমারি ষ্টেশনে প্রায় দেড় ঘন্টা দাঁডিয়ে থাকায় ভোগান্তির শিকার ট্রেনের মধ্যে আটকে থাকা বহু যাত্রী। যাদের মধ্যে ছিলেন অসুস্থ রুগী। জানা যায় এক যাত্র ভেলোরে চোখ দেখানোর জন্য হাওড়াতে ট্রেন ধরবেন। অবরোধের জেড়ে হয়তো ভোলোর যাওয়া হবে না।

জানা যায় স্পেশাল ট্রেন বাড়ানোর দাবিতে সোমবার অফিস টাইমে হুগলির পাণ্ডুয়া, খন্যান ও তালান্ডু স্টেশনে রেল অবরোধ  হয়। খন্যান স্টেশনে ট্রেনে পাথরবৃষ্টি হয়। রেলসূত্রে জানা যায় শক্তিগড়ে রেললাইনে কাজ চলায় হাওড়া-বর্ধমান মেন লাইনে বেশ কিছু ট্রেন বাতিল করে পরিবর্তে চালানো হচ্ছে স্পেশাল ট্রেন।

Related posts

স্যানিটারি ভেন্ডিং মেশিন স্থাপন করলো মেমারির আঁচল

E Zero Point

বিজেপির মুষ্টিভিক্ষা সংগ্রহ মন্তেশ্বরে

E Zero Point

নাদনঘাট আইসি থানার নতুন আইসি বিশ্ববন্ধু চট্টরাজ

E Zero Point

মতামত দিন