জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মন্তেশ্বর, ৬ সেপ্টেম্বর ২০২২:
পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মাঝের গ্রামে অর্থাৎ মধ্যমগ্রামে আনুমানিক ১৫০ বছর ধরে শ্রী শ্রী মা মনসা পূজো হয়ে আসছে বলে জানা যায়। পরিবারের কন্যা সন্তানরা পুজো করা অধিকার আছে। কথিত আছে শ্রী শ্রী মা মনসা বছরে মূল মন্দির থেকে(৩) তিনবার বাইরের হয়ে পুজো গ্রহণ করেন।
প্রথমবার দশহারা তিথিতে বাহির হন ও দ্বিতীয়বার ভাদ্র মাসে অমাবস্যা তিথির পর মঙ্গলবারের মাঠে পূজিত হন এবং তৃতীয় বার ভাদ্র মাসের শেষ দিন অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন গোটা গ্রাম পরিক্রমা করে পুজো গ্রহণ করেন।
প্রথম ও দ্বিতীয়বার মূল মন্দির থেকে (৭) সাত বোনকে নিয়ে গ্রামের মেয়েরা অর্থাৎ (কন্যা সন্তান) শ্রী শ্রী মা মনসা কে নিয়ে পরিক্রমা করেন, এবং তৃতীয়বার অর্থাৎ শেষবারের গ্রামের ছেলেরা অর্থাৎ (পুত্ররা ) মাকে নিয়ে গ্রাম পরিক্রমা করেন এবং প্রত্যেকদিন নৃত্য পূজিত হন বলে পুরোহিত রঞ্জিত সাঁতরা জানালেন।
এই মন্দিরের প্রধান পুরোহিত আরতি সাঁতরা ও রঞ্জিত সাঁতরা। পুজোর দিন এই মন্দির প্রাঙ্গনে উপস্থিত ছিলেন তিসা মাঝি, বর্ষা বাঘ, লাবনী মাঝি, সোনালী মালিক সহ সকল ভক্তবৃন্দ।