28/09/2023 : 10:12 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

সিপিআইএম পার্টি নেতার জীবনাবসান মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ৭ অক্টোবর ২০২২:


সিপিআইএম র মেমারি ১ নম্বর পূর্ব এরিয়া কমিটির মেমারি থানার অন্তর্গত পূর্ণ্যগ্রাম এলাকার পার্টী সদস্য কমরেড সেখ আব্দুর রহমান ( ৫৬ ) প্রয়াত হয়েছেন। দীর্ঘ দিন রোগভোগের পর শুক্রবার ভোরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। কয়েকবছর আগে কমরেড রহমানের স্ত্রী মারা যান। দুই ছেলে, দুই বউমা, নাতনী ও মা বর্তমান।

জানা যায় তিনি যুব আন্দোলনের মধ্য দিয়ে পার্টিতে আসেন। কমরেড আব্দুর রহমান ১৯৮৮ সালে পার্টি সদস্যপদ অর্জন করেন। তিনি মেমারি ১ নম্বর লোকাল কমিটির প্রাক্তন সম্পাদক ছিলেন, যুব জোনাল কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। দেবীপুর সমবায় ইউনিয়ন কো: অপারেটিভের ম্যানেজারও ছিলেন। এই সমবায় তখন নতুন করে গড়ে তুলতে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। উনি নাটক যাত্রার সঙ্গে যুক্ত ছিলেন। পার্টির কর্মসূচীতে সুবক্তা ছিলেন। সংগঠনের দক্ষতা ব্যবহার সকল মানুষের কাছে প্রিয় ছিল।

এদিন বেলা ১১ টা নাগাদ মরদেহ বর্ধমান হাসপাতাল থেকে বাড়ির দিকে রওনা হলে প্রথমে মেমারি লড়ি ইউনিয়ন অফিস হয়ে দেবীপুর গ্রাম হাটতলা পার্টি অফিসে আনা হয় এবং সেখান থেকে একটি শোকমিছিল তার বাডি পর্যন্ত গিয়ে শেষ হয়।

তার মৃত্যুর সংবাদ পেয়ে শ্রদ্ধা জানাতে যান পার্টি নেতা ও অসংখ্য কর্মীবৃন্দ। তার মরদেহ লাল পতাকা দিয়ে শ্রদ্ধা জানান পার্টি নেতা জগন্নাথ গাঙ্গুলি, মনিরুদ্দিন, আন্তাজ আলি দফাদার, অভিজিৎ কোঙার, সনৎ ব্যানার্জী, অসিত রায় প্রমুখ নেত্রীবৃৃন্দ।


Related posts

কালনায় কামারশালা ও ছুরি-কাঁচির শানের দোকানিরা বিপাকে

E Zero Point

কান্দি পৌরসভার প্রাক্তন পৌর পিতা গৌতম রায়ের আরোগ্য কামনায় পুজো

E Zero Point

সুন্দরবনে আমফানে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে থাকলেন বৈঁচি আটচালা গ্রুপ

E Zero Point

মতামত দিন