01/10/2023 : 12:28 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

পুজোর সময় বস্ত্র বিতরণ মেমারির আমাদপুরে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৯ অক্টোবর ২০২২:


শনিবার ৩০ অক্টোবর ষষ্ঠীর দিন পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত আমাদপুর অঞ্চলে আমাদপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি পক্ষ আমাদপুর লাইব্রেরী মিলন মন্দিরের প্রাঙ্গণে প্রতিবছরের ন্যায় এ বছরও বেশকিছু মানুষকে বস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও  এবছর অতিমারি ডেঙ্গু বেড়ে যাবার কারণে মশারি দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ-সভাপতি সেখ মোয়াজ্জেম, সমাজ সেবক নিমাই চন্দ্র দাস, ডাঃ শ্যামাপ্রসাদ দাস, আমাদপুর তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বাপ্পা দাস সহ অন্যান্যরা।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় যে, বাংলার আবেগ দুর্গাপূজা, আর বাংলার মানুষের এই পুজো করার জন্য যাতে কোন অর্থনৈতিক অসুবিধা না হয় তার জন্য পূজা কমিটি গুলিকে রাজ্য সরকারের পক্ষ থেকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার যে ব্যবস্থা করেছে তার জন্য আমাদপুর সার্বজনীন দূর্গাপূজা কমিটি কৃতজ্ঞ পশ্চিমবঙ্গের মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।


Related posts

মেমারিতে বর্জ‍্য প্রক্রিয়াকরণ প্রকল্পের উদ্বোধনে বিধায়ক

E Zero Point

জেলা স্তরের সর্বোচ্চ পুরস্কার জিতলো মেমারির ক্লাব

E Zero Point

মেমারি বড়পলাশনে নাবালিকার শ্লীলতাহানি, গ্রেপ্তার যুবক

E Zero Point

মতামত দিন