07/12/2022 : 8:47 AM
BREAKING NEWS
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

ভ্রাম্যমান বাসে রক্তদান শিবির কাটোয়ায়

জিরো পয়েন্ট নিউজ – রাহুল রায়,কাটোয়া, ১৩ অক্টোবর ২০২২:


পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা এলাকায় এই প্রথম ভ্রাম্যমান বাসে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার দাঁইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো দাঁইহাট বাজারে।

রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দাঁইহাট পৌরসভার চেয়ারম্যান শিশির কুমার মন্ডল,ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের ডেপুটি জেনারেল সেক্রেটারি কবি ঘোষ,ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহ-সভাপতি মধুসূদন ঘটক,দাঁইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব দত্ত,সদস্য মৃণাল দেবনাথ সহ প্রমুখ।

এইদিন ভ্রাম্যমান বাসে ৩০ জন রক্তদাতা রক্তদান করেন। উৎসবেও থাকুক রক্তদান। দাঁইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের এইরকম উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন।

আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক অসাধ্য সাধন ঘটলেও কৃত্রিম উপায়ে রক্ত আবিষ্কার এখনও হয়নি। ফলে যেসমস্ত রোগীর কোনো কারণে অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়,তখন সেই সুস্থ মানুষের শরীর থেকেই রক্ত সংগ্রহ করতে হয়।এইজন্য রক্তদান একটি মহৎ দান বলে বিবেচ্য।Related posts

বর্ধমান ১ ও ২ ব্লকে  ‘অবস্থান ও বিক্ষোভ ‘ কর্মসূচিতে

E Zero Point

দক্ষিণ চব্বিশ পরগনার থানগড়া গ্রামে সুপার সাইক্লোন আমফানের তান্ডবলীলা

E Zero Point

মেমারি থানার মালম্বার মুদিখানা কর্মচারীর মেয়ে পাপড়ি শিক্ষিকা হতে চায়

E Zero Point

মতামত দিন