05/12/2023 : 8:06 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

উদ্ধারকৃত বাজি তৈরীর মসলা নিষ্ক্রিয় করলো মেমারি থানার পুলিশ

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৩ অক্টোবর ২০২২:


গত বেশ কয়েকদিন আগে মেমারি থানার গৌরীপুর এলাকা থেকে মেমারি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আনুমানিক প্রায় পঞ্চাশ কেজি শব্দবাজি তৈরির মসলা এবং বেশ কিছু শব্দবাজি।

বৃহস্পতিবার দুপুরে উদ্ধারকিত সেই শব্দবাজি এবং শব্দবাজি তৈরীর মসলা, মেমারির মধুপুর সংলগ্ন ডিভিসি বাঁধ এলাকায় নিষ্ক্রিয় করা হয়।

এদিন মেমারী দমকল বিভাগের আধিকারিক, মেমারি গ্রামীণ হাসপাতালের চিকিৎসক, মেমারি থানার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে উদ্ধারকৃত বাজি তৈরীর মসলা ও শব্দ বাজে গুলি নিষ্ক্রিয় করে দুর্গাপুর থেকে আশা বোম স্কয়ারের আধিকারিকরা।


Related posts

মেমারি বড়পলাশনে নাবালিকার শ্লীলতাহানি, গ্রেপ্তার যুবক

E Zero Point

তোলাবাজ ভাইপো প্রমাণিত হলে ফাঁসির মঞ্চে মৃত্যুবরন করবোঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়

E Zero Point

করোনায় আবার এক মৃত্যু, বর্ধমান পৌর শহরে ৭ দিনের সম্পূর্ণ লকডাউন

E Zero Point

মতামত দিন