29/03/2024 : 12:12 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে দুয়ারে শিবিরে প্রশাসনিক আধিকারিকরা

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ৭ নভেম্বর ২০২২:


লক্ষ্মীর ভাণ্ডার, কৃষকবন্ধু ও বার্ধক্য ভাতা-সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে ‘দুয়ারে সরকার’ শিবির চালু করেছিল রাজ্য সরকার। রাজ্যের প্রতিটি পঞ্চায়েত এলাকায় শিবির করে এর জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। ১ নভেম্বর থেকে রাজ্যজুড়ে পঞ্চম দফায় এই শিবির চালু হয়েছে।

মেমারি ১ ব্লকের অন্তর্গত বিভিন্ন অঞ্চলের দুয়ারে শিবিরে যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হয় তার জন্য মেমারি ১ পঞ্চায়েত সমিত ও ব্লক প্রশাসন সদা জাগ্রত।

শনিরবার দলুই বাজার ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে পঞ্চম দফায় দুয়ারে সরকার কর্মসূচিতে পর্ষবেক্ষনের জন্য  উপস্থিত ছিলেন এ ডি এম জিলা পরিষদ কাজল কুমার রায়, মেমারি ১ বি ডি ও ড: আলী মোহাম্মদ ওলিউল্লাহ, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম সাহেব, বি আই ও সাহেব, দলুই বাজার ১ পঞ্চায়েতের প্রধান সমাপ্তি ঘোষ ও উপপ্রধান পার্থ সারথি খাঁ, বি আই ও আসিফ ইকবাল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।


Related posts

কান্দি থানা ঘেরাও বিজেপির

E Zero Point

স্বাধীনতা দিবসে বর্ধমানে মালা পেলেন না নেতাজী

E Zero Point

৮০০ পরিবারের পাশে বর্ধমানে জেলা মহিলা তৃণমূল কংগ্রেস

E Zero Point

মতামত দিন