16/04/2024 : 2:10 PM
আমার বাংলাউত্তর বঙ্গ

আবার ও খবরের শিরোনামে ববিতা সরকার

জিরো পয়েন্ট নিউজ – মৃন্ময় রায়, কোচবিহার, ২ ডিসেম্বর ২০২২:

পরেশকন্যা অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করে ববিতা সরকারকে সেই চাকরি দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এরপর ববিতা সরকার মেখলিগঞ্জ ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ে অঙ্কিতার জায়গাতেই চাকরিতে যোগ দেন। চাকরির পর এবার বাড়ি ভাড়া বিতর্ক। ববিতার অভিযোগ তিনি যে বাড়িতে এতদিন ছিলেন সেই বাড়ির মালিক তাপস দে তাঁকে বাড়ি ছাড়তে বলেছেন।এমনকি মেখলিগঞ্জে তাঁকে কেউ বাড়ি ভাড়া দিচ্ছে না।শাসক দলের প্রচ্ছন্ন মদতেই তাঁকে কেউ বাড়ি ভাড়া দিচ্ছেন না।

এমনকি তিনি বিষয়টি তাঁর আইনজীবী মারফত হাইকোর্টকেও জানিয়েছেন।যদিও এদিন ববিতা জানান মেখলিগঞ্জে একটি বাড়ি ভাড়া পেয়েছেন তিনি। আর সেকারণে ববিতার অভিযোগের বিষয়টি মানতে চাননি কেউই।বরং অনেকেই মনে করছেন শিলিগুড়িতে যাওয়ার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ আনছেন না তো।


 

Related posts

মালদায় নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী উৎসব

E Zero Point

বর্ধমানে আত্মহত্যার অনুমতি চাইছে চাষী

E Zero Point

প্ল্যান পাসের জন্য চল্লিশ হাজার টাকা আত্মসাৎ!!! অভিযোগ উঠল পূর্ব বর্ধমানে এক পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে

E Zero Point

মতামত দিন