04/12/2023 : 7:29 PM
আমার দেশ

পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করল বিএসএফ কর্তৃপক্ষ

জিরো পয়েন্ট নিউজ – মৃন্ময় রায়, কোচবিহার, ২০ ডিসেম্বর ২০২২:


আন্তর্জাতিক সীমান্তের নানা বিষয় সম্পর্কে পড়ুয়াদের ধারণা দিতে মঙ্গলবার মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি সীমান্তে পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করল বিএসএফ কর্তৃপক্ষ।১৮০ নং ব্যাটালিয়ন বিএসএফের তরফে অনুষ্ঠিত ভোটবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এদিনের অনুষ্ঠানের বিষয়ে সংশ্লিষ্ট ব্যাটালিয়ন বিএসএফের হিমালয় সীমান্ত চৌকির এস এম দলবীর সিং ও এসআই সুখদর্শন আলোচনা করেন।


এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরন্ময় রায়,সঞ্জয় সরকার, বাপ্পা রায় প্রমুখ উপস্থিত ছিলেন।তারা পড়ুয়াদের সামনে সীমান্ত প্রহরার কাজে ব্যবহৃত বিভিন্ন আগ্নেয়াস্ত্র তুলে ধরেন।এই অস্ত্রগুলি কিভাবে কখন ব্যবহার করা হয়।সেগুলির ক্ষমতা কতটা ইত্যাদি বিষয়গুলিও বোঝানোর চেষ্টা করেন।
চোখের সামনে বিএসএফের বন্দুকসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র দেখতে পেয়ে খুশিতে মেতে ওঠেন প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট ছাত্রছাত্রীরা।এইসব আগ্নেয়াস্ত্র দেখতে সীমান্ত গ্রামের
অন্যান্য অনেক পড়ুয়াও হাজির হয়েছিল।এইসব বিষয় পড়ুয়াদের বোঝানোর পাশাপাশি তাদের কাছ থেকে সেই সম্পর্কে জানতেও চান বিএসএফ কর্তারা।

তারা জানান,
আজকের পড়ুয়া আগামীদিনের ভবিষ্যত।তাই তাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে সঠিকভাবে ধারণা দেওয়া সম্ভব হলে খুবই কাজে লাগবে।এদিন সীমান্ত প্রহরার বিষয়টি
সম্পর্কে ধারণা দিয়ে অস্ত্র প্রদর্শনের ব্যবস্থাও করা হয়েছিল।
এতে ভাল সাড়া পাওয়া গেছে বলেও জানিয়েছেন তারা।

Related posts

১০টি রাজ্যে করোনা সংক্রমণের হার উর্ধমুখী

E Zero Point

কয়লা বিক্রির জন্য কয়লা খনির তালিকায় সংশোধন, ৩৮টি কয়লা খনি নিলামের প্রস্তাব

E Zero Point

বিহার নির্বাচনকে ঘিরে বিজেপির পোস্টারে সুশান্ত সিং রাজপুত

E Zero Point

মতামত দিন