29/03/2024 : 2:17 AM
আমার বাংলা

রাজ্যে শুরু হতে চলেছে নতুন রেশন নীতি কলকাতা

জিরো পয়েন্ট নিউজ২৭ ডিসেম্বর ২০২২:


নতুন রেশন নীতি কার্যকর করার আগে গণবন্টন ব্যবস্থা সরেজমিনে পর্যালোচনার কাজে রাজ্য ও জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের যুক্ত করার প্রস্তাব দিয়ে কেন্দ্র, রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। খাদ্য ও সরবরাহ মন্ত্রকের সচিব সুধাংশু পান্ডে সম্প্রতি মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে এই মর্মে চিঠি দিয়েছেন। এইজন্যে সংশ্লিষ্ট জেলাশাসক ও পদস্থ আধিকারিকরা ছাড়াও প্রয়োজনে মুখ্যসচিবকে এই কাজে যুক্ত করতে হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

রাজ্যকে একজন নোডাল আধিকারিকও নিয়োগ করতে বলা হয়েছে।
আগামী ৩১ মার্চের মধ্যে রেশন দোকানগুলির সমীক্ষার কাজ শেষ করে রাজ্যের পাঠানো তথ্যের ভিত্তিতে ৫ই জুলাই কেন্দ্রের রিপোর্ট প্রকাশ করার কথা।

তথ্যসূত্র-আকাশবাণী

Related posts

দেওয়ানী বিষয়ে পুলিশের অনধিকার প্রবেশ, হাইকোর্টে মামলা দাখিল 

E Zero Point

জোরদার আন্দোলনের আহ্বান বামপন্থী কর্মীসভায়

E Zero Point

কান্দিতে সবলা মেলার উদ্বোধন করলেন মন্ত্রী সাধন পান্ডে

E Zero Point

মতামত দিন