06/05/2025 : 5:54 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

পুলওয়ামায় শহীদ জওয়ানদের স্মরণে রক্তদান শিবির

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১৪ ফেব্রুয়ারি ২০২৩:


পুলওয়ামায় শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার পালসিট টোলপ্লাজা কর্মীবৃন্দদের উদ‍্যোগে টোল প্লাজার পাশে স্বর্গীয় রাম প্রসাদ মন্ডল মঞ্চে একটি রক্ত দান শিবিরের আয়োজিত হয়। রক্তদান শিবিরে ১০০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহে সহযোগিতা করেন ক‍্যামরি বেসরকারী হাসপাতাল বর্ধমান।

উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন, এস ডি পি ও সুপ্রভাত চক্রবর্তী, মেমারি থানার ওসি সুদিপ্ত মুখার্জী, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিতাই ব‍্যানার্জী প্রমুখ।

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ভারতের নিরাপত্তা কর্মীদের বহনকারী একটি গাড়ি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার লেথোপোড়া অতিক্রমকালে জম্মু শ্রীনগর জাতীয় সড়কে একটি বাহন-বাহিত আত্মঘাতী বোমা হামলার শিকার হয়। এই হামলার ফলে ৪০ জন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বল (সিআরপিএফ) কর্মী এবং আক্রমণকারী মারা গিয়েছিলেন। এদিন পালসিট টোলপ্লাজায় রক্তদান শিবিরে পুলওয়ামায় শহীদ জওয়ানদের প্রতি উপস্থিত সকলেই শ্রদ্ধাজ্ঞাপন করেন।

 

Related posts

২০% স্কুল ফি ছাড়, সাথে মকুব নন-একাডেমিক ফি

E Zero Point

এবিভিপির ডেপুটেশনকে কেন্দ্র করে উত্তাল গোবরডাঙ্গা হিন্দু কলেজ

E Zero Point

বর্ধমানে বিদ্যাসাগরের ২০০তম জন্মদিনে আবক্ষ মূর্তি স্থাপন

E Zero Point

মতামত দিন