27/04/2024 : 7:57 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

দুস্থ বাচ্চাদের বস্ত্রদান

জিরো পয়েন্ট বিশেষ সংবাদদাতা, ১৭ ফেব্রুয়ারি ২০২৩:


ক্রিকেট ফ্যানস ওফ বেঙ্গলের পক্ষ থেকে বর্ধমানের উল্লাসের উল্টো ডাঙ্গা এলাকায় ৪৭ জন দুস্থ বাচ্চাদের পরনের বস্ত্র তুলে দেওয়া হলো। সঙ্গে ৮০ জন গ্রাম বাসী কে দুপুরের খাবার খাওয়ানো হলো।

সংস্থার যুগ্ম সম্পাদক শেখ নাজিম জানালেন “গত ৩ রা ফেব্রুয়ারি আমাদের সিএফবি গ্রুপের চতুর্থ জন্ম বার্ষিকী ছিল সেই উপলক্ষে আজ এই প্রকল্পটি করলাম”।

গ্রুপের ফাউন্ডার ও সম্পাদক অরিন্দম সামন্ত জানালেন “সারা বছর আমরা এই ধরনের সামাজিক কাজ কর্ম করে থাকি আগামী দিনেও আমার এই ভাবে এগিয়ে যাবো ও এই দুস্থ মানুষ গুলোর পাশে দাঁড়াব”।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজিব চৌধুরী, দেব প্রাসাদ চৌধুরী, তন্দ্রা চৌধুরী, সবুজ চক্রবর্তি, সুমন প্রামাণিক, শেখ নাসির চন্দন চৌধুরী, তোতা চৌধুরী সহ আরো অনেক সদস্য বৃন্দ।

Related posts

বর্ধমানে ২৬, মেমারিতে ৪ – করনো সংক্রমনের হার বাড়ছে জেলায়

E Zero Point

দুয়ারে দুয়ারে নুসরাত জাহান

E Zero Point

নানুরে বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্টের গাড়ি ভাঙচুর

E Zero Point

মতামত দিন