06/05/2025 : 5:47 AM
আমার বাংলাকলকাতা

রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার ব্যবসায়ী

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ :


রেশন দুর্নীতি মামলায় ই ডি র হাতে গ্রেপ্তার হওয়া ব্যবসায়ী বিশ্বজিৎ দাস দাবি করেন তার সাথে যেটা হয়েছে, অন্যায় হয়েছ, তিনি একজন ব্যবসায়ী, তিনি পলিটিক্সের মধ্যে নেই। পাশাপাশি তিনি জানান, শংকর আড্ড কে চিনতেন কিন্তু ঘনিষ্ঠতা ছিল না। রেশন দুর্নীতি মামলায়, শংকর আঢ্যর ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস কে বুধবার গ্রেফতার করেছিল ই ডি। শুক্রবার তাকে আদালতে পেশ করার দিন। সেই মতো সল্টলেকের ইডি অফিস থেকে তাকে নিয়ে অধিকারীরা বের হন। বেরোনোর সময় বিশ্বজিৎ দাস দাবি করেন শংকর আঢ্যকে তিনি চিনলেও তার সঙ্গে কোনো ঘনিষ্ঠতা ছিল না।

 

Related posts

সচেতনতার সাথে সৌভ্রাতৃত্বের প্রচারে মেমারি থানা

E Zero Point

পথশ্রী অভিযানের রাস্তা শিলান্যাস সমুদ্রগড়ে

E Zero Point

বর্ধমানে বাজ পড়ে ৪ জনের মৃত্যু, আহত ১

E Zero Point

মতামত দিন