01/05/2024 : 7:15 PM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

লোকসভা ভোটের প্রাক্কালে দীর্ঘদিনের দাবি পূরণ

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, মালদা, ২৬ ফেব্রুয়ারি ২০২৪ :


লোকসভা ভোটের প্রাক্কালে দীর্ঘদিনের দাবি পূরণ হল মালদহের রতুয়া ১নং ব্লকের দশটি গ্রামের বাসিন্দাদের। দাবি পূরণ হওয়ায় খুশির হাওয়া এলাকায়। লাগাতার খবরের জেরে কাচা রাস্তা কংক্রিটের পাকা হচ্ছে রতুয়া ১ নং ব্লকের দেবীপুর অঞ্চলে। সোমবার মহা সাড়ম্বরে কাজের শিলান্যাস অনুষ্ঠান করা হয়।ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে কাজের শিলান্যাস করেন মালদহ জেলাপরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ।উপস্থিত ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়,মালদহ জেলাপরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক ও মৎস্য ও প্রানী সম্পদের কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সি সহ অন্যান্যরা। মূলত ওই কাজটির রুপায়নের দায়িত্বে রয়েছে মালদহ জেলাপরিষদ।

জেলাপরিষদ সূত্রে জানা গিয়েছে, দেবীপুর গ্রাম পঞ্চায়েতের বালুপুর থেকে বাহিরকাপ পর্যন্ত দেড় কিমি কাচা রাস্তা কংক্রিটের পাকা করা হবে।রাজ্য সরকারের গ্রামোন্নয়ন অর্থ দপ্তরের তহবিল থেকে বরাদ্দ হয়েছে প্রায় ৫৫ লক্ষ টাকা।পাকা রাস্তা হওয়ার ফলে ১০ টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ উপকৃত হবে। এক বাসিন্দা বলেন, গ্রীষ্ম হোক বা বর্ষা সারাবছরই এই রাস্তায় চলাচল করতে দুর্ভোগ পোহাতে হত। বর্ষাকালে পায়ে হেঁটে চলাও দায় হয়ে দাড়িয়েছিল।একাধিক বার আন্দোলনেও নামা হয়েছিল। এমনকি বেহাল রাস্তা নিয়ে লাগাতার খবর সম্প্রচারিত হয়। এলাকার জনপ্রতিনিধিরা পাকা রাস্তার প্রতিশ্রুতি দিয়েছিলেন।তা বাস্তবায়িত হওয়ায় আমরা ভীষণভাবে খুশি।

Related posts

ভাতার ব্লক তৃণমূলের বিক্ষোভ কেন্দ্রীয় সরকারের সমবায়ব্যাঙ্কগুলির অধিগ্রহনের বিরুদ্ধে

E Zero Point

পান্ডুয়া ব্লকের জামনা অঞ্চলে প্রতিবাদ সভা করল তৃণমূল

E Zero Point

ভাতার থানা চত্বরে কচ্ছপ

E Zero Point

মতামত দিন