06/05/2025 : 5:48 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, মালদা, ২৬ ফেব্রুয়ারি ২০২৪ :


নিখোঁজ নাবালিকা উদ্ধার হওয়ার পরেও আত্মহত্যার পথ বেছে নিল নিজ বাড়িতে। ঘর থেকে এক নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার পুখুরিয়া থানার অন্তর্গত সম্বলপুর অঞ্চলের কদমতলী গ্রামে। ১৫ বছর বয়সের সেই নাবালিকা স্থানীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। কি কারণে তার এই আত্মহত্যা তা নিয়ে আতঙ্কিত সকলেই। ঘটনাটি নিয়ে রীতিমতো তদন্ত শুরু করেছে পুকুরিয়া থানার পুলিশ। জানা গেছে মৃত ওই নাবালিকার নাম জেসমিন খাতুন। বয়স ১৫ বছর।রবিবার নিজ ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তারপর পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসলে মৃত্যু নিশ্চিত করে চিকিৎসকরা। এরপর দেহ হেফাজতে নেই পুখুরিয়া থানার পুলিশ এবং সোমবার ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।


পুলিশ ও আত্মীয় পরিজন সূত্রে জানা গেছে, ওই নাবালিকা গত প্রায় ২ মাস আগে বাড়ি থেকে চলে যায়। ঘটনায় সে সময় পুলিশের কাছে নিখোঁজের অভিযোগ দেয় পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্যাঙ্গালোর থেকে এই নাবালিকা কে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয়। রবিবার বাড়ির সদস্যদের সাথে দুপুরে খাওয়া-দাওয়ার পর সবকিছু সাধারণ ভাবে ছিল ওই নাবালিকা। কিন্তু হঠাৎ করে ওই নাবালিকার ঝুলন্ত দেহ ঘরের মধ্যে ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। তারপর উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে মৃত্যু নিশ্চিত করে চিকিৎসকরা। এদিকে গোটা ঘটনাই পুলিশ দেহ উদ্ধার করে নিজের হেফাজতে নিয়ে ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি কি কারনে ওই নাবালিকার আত্মহত্যা গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Related posts

কেন্দ্রের জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে পথে নামল তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল

E Zero Point

আসানসোলে যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন

E Zero Point

হনুমানের অন্তিমক্রিয়ার পর, শ্রাদ্ধ -শান্তিও করা হবে মন্তেশ্বরে

E Zero Point

মতামত দিন