06/05/2024 : 6:29 PM
আমার বাংলা

কালনায় তৃণমূল কর্মীর উপর হামলা, অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, মেমারি, ২৬ ফেব্রুয়ারি ২০২৪ :


কালনা থানার সুলতানপুর পঞ্চায়েতের হাটবেলে এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের ওপর হামলার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে । গতকাল রবিবার বিকেলে এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। গুরুতর আহত হয়ে কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন সুলতানপুর পঞ্চায়েতের ২৩৭ নম্বর সংসদের গ্রাম সদস্য প্রসেনজিৎ বসু ওরফে বাপ্পা। আহত দলীয় কর্মীকে দেখতে এসে এদিন রবিবার রাতে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মন্ত্রী স্বপন দেবনাথ।


জানা গিয়েছে, প্রসেনজিৎ বসু এদিন হাটবেলে এলাকায় একটি খেলার মাঠে পরিদর্শনে বেরিয়েছিলেন, এমন সময় আচমকা বিজেপির পবিত্র ঘোষ, মস্ত সেখ, রোহন নায়েকরা তার ওপর চড়াও হয়ে তাকে মারধর করে বলে অভিযোগ। সামনে ভোট এগিয়ে আসতেই তার ওপর হামলা বলে দাবি করেছেন তিনি।

এ প্রসঙ্গে কাটোয়া সাংগঠনিক জেলার বিজেপি জেলা সহ সভাপতি সুভাষ পালের দাবি, সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দল। বিজেপি কোন ভাবেই এই হামলার সঙ্গে যুক্ত নয় ।

Related posts

গুসকরায় তৃণমূল বিধায়ক অভেদানন্দ থান্ডার এর ত্রাণ বিলি

E Zero Point

আদিবাসী মহিলার গণধর্ষণঃ দোষীদের শাস্তির আশ্বাস দেন দেবু টুডু

E Zero Point

তৃণমূল নেতা নিত্যানন্দ চ্যাটার্জিকে খুনের হুমকি গুসকরায়

E Zero Point

মতামত দিন