06/05/2025 : 4:39 PM
Lok Sabha Election2024আমার বাংলাট্রেন্ডিং নিউজদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

চাষীদের সুবিধা ও অসুবিধা কথা শুনলেন তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার

জিরো পয়েন্ট নিউজ–প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ৮ এপ্রিল ২০২৪ :


নিজের ভোট প্রচারে এসে চাষীদের সুবিধা ও অসুবিধা কথা শুনলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার এদিন সোমবার পূর্বস্থলী দু’নম্বর ব্লকের জামালপুর ও কালেখাতলা এলাকায়। পাশাপাশি ফসলের লাভজনক মূল্য তারা পাচ্ছেন কিনা, একই সাথে ফসল বীমা সংক্রান্ত বিভিন্ন সুযোগ-সুবিধা তারা পেয়েছেন কিনা সেই সমস্ত দিকগুলো এদিন খোঁজ নেন তিনি। পাশাপাশি স্থানীয় এলাকায় একটি জলছত্র -র উদ্বোধন করেন প্রার্থী শর্মিলা সরকার, সেখান থেকেও জল দান করেন এলাকার মানুষদের। এরপরই জামালপুর বাজার এবং কালেখাতলা বাজার এলাকায় ভোট প্রচার সারেন তিনি।এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন এলাকার বিধায়ক তপন চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রি স্বপন দেবনাথ, প্রার্থী শর্মিলা সরকার সহ বিশিষ্ট জনেরা।

Related posts

পান্ডুয়ার ক্ষীরকুন্ডি – নিয়ালা- নামাজগ্রাম অঞ্চলে প্রতিবাদ সভা তৃণমূলের

E Zero Point

বলাগড়ে কৃষি বিলের সমর্থনে বিজেপির পথসভা

E Zero Point

সিপিআইএম পার্টি নেতার জীবনাবসান মেমারিতে

E Zero Point

মতামত দিন