28/05/2023 : 2:03 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনায় কামারশালা ও ছুরি-কাঁচির শানের দোকানিরা বিপাকে

আলেক শেখঃ লকডাউনে কালনার কামারশালা ও ছুরি কাঁচির দোকানদারদের উপর ব্যাপক প্রভাব পড়েছে |  কামারশালাগুলোতে  কিছু কিছু খরিদ্দার এলেও তাদের কাজের সরঞ্জাম কয়লা, ঘষা ফাইলের সরবরাহ নেই | ফলে তাঁরা কামারশালা খুলেও কোন কাজ করতে পারেননি | আর ছুরি- কাঁচির শান দেওয়ার দোকানগুলোকে খুলতেই হয়নি | কারন তাঁদের কাজের উৎস তো সেলুনগুলো |  লকডাউনের আইন সেলুনগুলোর ক্ষেত্রে ছিল কঠোর | তাই একদিকে যেমন মার খেয়েছে সেলুন মালিকরা তেমনি পাশাপাশি কাজের কোন বরাত নেই  ছুরি-কাঁচির শান দেওয়ার দোকানগুলোতেও | এই দুইয়ের প্রভাব পড়েছে সমাজের অন্যান্য মানুষের উপরও | এখন চলছে ধান কাটার মরসুম–কৃষকদের কাস্তেতে শান দেওয়ার প্রয়োজন |  কিন্তু কৃষকরা  কামারশালাগুলোতে কাজ নিয়ে গিয়েও বারে বারে তাঁদের ফিরে আসতে হয়েছে | সোমবার থেকে সব দোকানই প্রায় খুলে গেছে |  কিন্তু নিভুজিবাজারের স্বপন কর্মকার বলেন– কয়লা ও ঘষা ফাইল বাজারে সরবরাহ শুরু না হলে আমাদের দোকান খুলে কোন লাভ নেই |  কালনা শহরে হাতে গুনে চারটে শান দেওয়ার দোকান আছে তাঁদেরও কাজকর্ম লাটে উঠেছে | একদমই কাজ নেই | সেলুন বন্ধ থাকায় বহু সাধারণ মানুষরাও অসুবিধায় পড়েছিলেন | চুলদারী গজিয়ে অনেকেরই সাধু- সন্ন্যাসীর রূপ ধারণ করেছেন | কেউ কেউ বাড়িতেই নিজে নিজে চুল কাটতে গিয়ে নিজেকে বেঢপ বানিয়ে ফেলেছেন |  যাইহোক সোমবার থেকে প্রায় সব দোকানই খুলে গেছে | পুরোপুরি স্বাভাবিক অবস্থা ফিরে আসতে আরো সময় লাগবে বলেই মানুষ মনে করেন |

Related posts

হাপানিয়ার রাস্তার বেহাল দশা, ভোগান্তি এলাকাবাসীদের

E Zero Point

শিয়ালদহে অনুষ্ঠিত হলো পঞ্চবান মহাসম্মেলন

E Zero Point

সোঁদা মাটি ও শিউলি ফুলের গন্ধে, লাহাবাড়ীর ঠাকুর দালান উমার প্রতীক্ষায়

E Zero Point

মতামত দিন