13/09/2024 : 2:55 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনা মহকুমা শাসকের সাংবাদিক সম্মেলন

আলেক শেখঃ কালনা মহকুমা শাসক সুমন সৌরভ মহান্তি রবিবার রেশন, মি-ডে-মিল এবং অঙ্গনওয়ারী কেন্দ্রের শিশু খাদ্য নিয়ে সাংবাদিক সম্মেলন করেন | এই সম্মেলনে  সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা উপস্থিত থেকে তাদের কার্যক্রম তুলে ধরেন | কালনা মহকুমা খাদ্য নিয়ামক অভিজিৎ বেজ বলেন– কালনা মহকুমায় মোট ২৭৭ টি সরকার অনুমোদিত রেশন শপ আছে | তা থেকে ১১ লক্ষ ১৯ হাজার ৭১৩ জন গ্রাহক সুবিধা পাচ্ছেন | এই জুন মাসে স্পেশাল কুপনে রেশনের বাড়তি সুবিধা পাবেন আরো দুই থেকে আড়াই হাজার মানুষ |  জুন মাস থেকে প্রতিটি রেশন শপ নজরদারির জন্য একজন করে গ্রামীন সম্পদ কর্মী নিযুক্ত থাকবেন | কোন সমস্যা হলে সরাসরি তারা প্রশাসনের সাথে  যোগাযোগ করবেন  সমাধানের জন্য | তিনি আরো বলেন– এপ্রিল এবং মে মাসে ৩২ জন রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ ওঠে | তদন্ত সাপেক্ষে ১৪ জনের বিরুদ্ধে আইনত ব্যাবস্থা গ্রহণ করা হয় | তাদের আর্থিক জরিমানা করা হয় ৩ লক্ষ ৭৭ হাজার টাকা | পূর্বস্থলী-২ সি ডি পি ও  কালনা মহকুমার অঙ্গনওয়ারী কেন্দ্রগুলোর তথ্য তুলে ধরেন | তিনি বলেন– মহকুমায় ১১৯২ টি অঙ্গনওয়ারী কেন্দ্রে ৯৮ হাজার ৪৫৮ শিশু যুক্ত আছে |  কেন্দ্রগুলো থেকে প্রতিটি শিশুকে ২ কেজি চাল ২ কেজি আলু এবং তিনশো করে ডাল দেওয়া হচ্ছে তাদের অভিভাবকদের |  কালনা সহকারী বিদ্যালয় পরিদর্শক নিলয়কান্তি ঘোষ বলেন–  স্কুলগুলো থেকে  ছাত্রদের অভিভাবকদের হাতে মিড-ডে-মিল বাবদ খাদ্যশস্য  তুলে দেওয়া হচ্ছে | তবে এবার পরিযায়ী শ্রমিকরা খাদ্যের জন্য আবেদন করলে তাদের খাদ্য শস্য দেবে স্কুলগুলো | কোয়ারান্টিনে  থাকা আবাসিকরা আবেদন করলে সেখানেও খাদ্যশস্য পৌঁছে দেওয়া হবে | এদিন কালনা মহকুমা শাসক বলেন– ১ লা জুন থেকে ৩রা জুন পর্যন্ত এই বিষয়গুলি নিয়ে পরিদর্শন করবেন মহকুমার অফিসাররা |

Related posts

বর্ধমানে প্রথম বৈকালিক রক্তদান শিবির

E Zero Point

জামালপুরে ক্যানেল থেকে মৃতদেহ উদ্ধার

E Zero Point

আগামীকাল থেকে কিছু চেনা ছন্দে ফিরতে চলেছে মেমারি ষ্টেশন

E Zero Point

মতামত দিন