07/05/2025 : 1:50 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতারে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কালুত্তক গ্রামের এক ব্যক্তি

আমিরুল ইসলামঃ পূর্ব বর্ধমান জেলার ভাতারের দেবপুর বাসস্ট্যান্ডের কাছে পথ দুর্ঘটনায় মারা গেলেন মিরাজ উদ্দিন শেখ ওরফে তপন শেখ(৪৫) নামে এক ব্যক্তি। ওই ব্যক্তির বাড়ি ভাতারের কালুত্তক গ্রামে।

স্থানীয় সূত্রে খবর তপন শেখ ও তার সঙ্গে ছিল ড্রাইভার সহ আরও একজন। তারা গুসকরা থেকে ফিরছিল কালুত্তকে। দেবপুর বাস স্ট্যান্ড পেরিয়ে গাড়িচালক বাথরুম করতে যান। সেই সময় সামনে থেকে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। স্থানীয়রা গাড়িতে থাকা দুইজনকে বর্ধমান মেডিকেল কলেজ নিয়ে যান চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ও শেখ সানোয়ার আলী অবস্থা আশঙ্কাজনক, তার চিকিৎসা চলছে বর্ধমান মেডিকেল কলেজে। ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি চালাচ্ছে ভাতার থানার পুলিশ। গোটা ঘটনায় কালুত্তক গ্রামে শোকের ছায়া ।

Related posts

শহীদ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে ভাতার ব্যবসায়ী সমিতির উদ্যোগে রক্তদান শিবির

E Zero Point

মেমারি থানায় স্বাধীনতা দিবস উদযাপন

E Zero Point

গলসি ট্রেডার্স অ্যাসোসিয়েশন ডেপুটেশন দিল ইলেকট্রিক অফিসে

E Zero Point

মতামত দিন