13/09/2024 : 3:38 AM
ই-জিরো পয়েন্টপাঠকের কলম

জনতার কথাঃ কেউই রাজনীতির বাইরে নয়, কেউ ঘোষিত রাজনীতি করে , কেউ করে না

জিরো পয়েন্ট জনতার কথা, মিরাজুল হক, ১৫ মে ২০২৪ :


কেউই রাজনীতির বাইরে নয়। কেউ ঘোষিত রাজনীতি করে , কেউ করে না । রাজনীতির দ্বারা আমরা প্রভাবিত । নিয়ন্ত্রিত । এবং আক্রান্ত হই। দেশ ও রাজ্য রাজনীতির বিষয় টা বিজ্ঞান – রাষ্ট্র বিজ্ঞান। ইদানীং এই বিজ্ঞান কে বিজ্ঞাসম্মতভাবে দূষিত করা হয়েছে । রাজনীতির মান ও পরিকাঠামো টি কে বড্ড নিম্ন স্তরে নামিয়ে আনা হয়েছে । রাজনীতি মানেই নোংরা দুর্বৃত্তায়ন এবং নীতিহীনতা। যেখানে বড়াই করে নিজেই নিজের বড় বড় বিজ্ঞাপনের মডেল হয়ে ব্যাপক প্রচার করে । এখন নিজেকেই ‘ বড় ‘ বলে , বড় করে প্রচার করতে হবে..!! আবার পরিকল্পিত ভাবে RSS এর বিরোধিতার প্রেক্ষিতে NO VOTE TO BJP এর প্ল্যাটফর্ম থেকে তাকেই ( TMC) সাপোর্ট করে , যে বিজেপি র স্ট্রং ক্যাটালিস্ট। NRC এর হওয়ায় জনগনমন কে BJP এর জুজু দেখিয়ে বিবেক লুট করা হয় । সাথে প্রচুর অর্থ। প্রশাসনের ব্যর্থতায় দুর্নীতির হিমশৈলে সরকার ।

জীবনটা কে রাজনীতিই তো নিয়ন্ত্রন করে – বেচেঁ থাকার উপকরন শিক্ষা চিকিৎসা সেবা কর্মসংস্থান…এই সব নিয়ে লড়াইয়ের কথা..যারা বলছে তারা শুন্য । কেউ কেউ ট্রোল করে বলছে মহাশুন্যে পৌঁছে যাবে ..!! তবে এই এক ঝাঁক ছেলেমেয়ে দারুন উদ্দীপনা নিয়ে লড়াই করছে ..। এই পৃথিবীর মরা ঘাসে এইরাই জনগনের চেতনা উন্মেষ ঘটাবে । মুক্তির ফুল ফুটবে ।

(লেখকের সম্পূর্ণ নিজস্ব মতামত)

Related posts

ফিরে দেখাঃ শব্দগুচ্ছ যা অনুপ্রেরণা দেয় চলার পথে

E Zero Point

জিরো পয়েন্ট কুইজ প্রতিযোগিতাঃ সাপ্তাহিক বিজয়ী স্নেহাশীষ আর্চাযী

E Zero Point

ভারতের অভয়ারণ্য (পর্ব-২) :~কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা-২৫ (চর্তুথ সপ্তাহ)

E Zero Point

মতামত দিন