30/10/2024 : 8:56 AM
আমার দেশ

বিশ্ব পোলিও দিবসে সাইক্লোথন বর্ধমানে

জিরো পয়েন্ট নিউজ, বর্ধমান, ২৪ অক্টোবর ২০২৪ :


প্রতিবছর বিশ্বজুড়ে ২৪শে অক্টোবর বিশ্ব পোলিও দিবস পালন করা হয়। চিকিৎসাশাস্ত্রে এ ভাইরাসে আক্রান্ত হওয়াকে পোলিওমায়েলাইটিস বা সংক্ষেপে পোলিও বলা হয়। সারাবিশ্বে এক সময়ে ত্রাস ছিল এই রোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকা আবিষ্কৃত হওয়ায় বেঁচে যায় বহু প্রজন্ম। তবে এখনো কোথাও কোথাও এই রোগটি রয়ে গেছে।

প্রসঙ্গক্রমে জেনে রাখা দরকার, বিশ্ব পোলিও দিবসটি রোটারি ইন্টারন্যাশনাল দ্বারা তৈরি করা হয়েছিল এবং পালিত হয়েছিল জোনাস সালকের জন্মদিনের স্মরণে, চিকিৎসা গবেষক যিনি পোলিও ভ্যাকসিন তৈরিতে প্রথম দলকে নেতৃত্ব দিয়েছিলেন । 1955 সালে, তিনি নিষ্ক্রিয় পোলিওভাইরাস ভ্যাকসিন তৈরি করেন।

বিশ্ব পোলিও দিবস উপলক্ষ্যে পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাবের উদ্যোগে, রোটারী ইন্টারন্যাশানালের অধিনস্ত ছয়টি ক্লাব ও পূর্ব বর্ধমান জেলা পুলিশের সহযোগিতায় বর্ধমান পুলিশ লাইন থেকে বাদামতলা অরবিন্দ স্টেডিয়াম পর্যন্ত সাইক্লোথন আয়োজিত হল , সূচনা করেন জেলা পুলিশ সুপার সায়ক দাস।

, তিনশতাধিক সাইকেল আরোহির যোগ দেওয়া এই র‍্যালীতে আয়োজকরা ছাড়াও সাইক্লোথনে অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের এন.এস.এস. ও এন.সি.সি.র ছাত্রছাত্রীরা , যোগ দেয় জেলা পুলিশের উইনার্স টিমের সদস্যারাও ।

আয়োজকদের তরফে পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাবের সম্পাদক সন্দীপন সরকার জানান “ভারতে পোলিও নির্মূল হলেও পাশ্ববর্তী দেশে বর্তমানে পোলিও আক্রান্ত রয়েছে, যার থেকে এখানে সংক্রমণের আশঙ্কা থাকে, তাই একশ শতাংশ পোলিও টিকাকরণের লক্ষ্যে এহেন সচেতনতামূলক সাইক্লোথন”।

অনুষ্ঠানের শুরুতে ডেঙ্গু সচেতনতায় রায়বেশে নৃত্যের মাধ্যমে বার্তা দেওয়া হয় , উপস্থিত ছিলেন চিকিৎসক চন্দ্রজিৎ কুন্ডু , সমাজকর্মী সুখমিন্দর সিং সহ প্রমুখেরা।

Related posts

‘পিএম এফএমই’ প্রকল্প থেকে কৃষক এবং ক্ষুদ্র শিল্প উদ্যোক্তারা উপকৃত হবেনঃ

E Zero Point

করোনা আবহে উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার উপ-নির্বাচন ঘোষণা

E Zero Point

গুজরাটের জামনগরে, ‘সামাজিক অধিকারিতা শিবিরে’ আগামিকাল ৩৮০৫ জন দিব্যাঙ্গ ব্যক্তির হাতে সহায়ক সামগ্রী তুলে দেওয়া হবে

E Zero Point

মতামত দিন