জিরো পয়েন্ট নিউজ, নিজস্ব সংবাদ, মেমারি, ২৯ জানুয়ারি ২০২৫ :
হাতে গোনা আর কয়েকটা দিন তারপরেই বাণী বন্দনায় মেতে উঠবে বঙ্গবাসী। শীতের আমেজে বাংলার মানুষ যে পুজো কিংবা উৎসবগুলোর জন্য অপেক্ষা করে থাকে, তার মধ্যে সরস্বতী পুজো অন্যতম। সরস্বতী পুজো বাঙালির আবেগ। সরস্বতী পুজোর দিন বাংলার স্কুল কলেজ তো বটেই পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে চলে দেবী সরস্বতীর আরাধনা।পুজোর দিন সকালে সরস্বতীর পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে দল বেঁধে ঠাকুর দেখতে বেরিয়ে পরেন সকলে।
আগামী ৩রা ফেব্রুয়ারি (বাংলায় ২০ মাঘ) অনুষ্ঠিত হবে সরস্বতী পুজো। তাই স্কুল কলেজ ,পাড়ায় পাড়ায় ক্লাব গুলিতে জোরকদমে চলছে সরস্বতী পুজোর প্রস্তুতি।পূর্ব বর্ধমানের মেমারিতে যে কটি ক্লাব সরস্বতী পুজোর আয়োজন করে তার মধ্যে নিউ সান ক্লাব অন্যতম। এবছর নিউ সান ক্লাবের পুজো ৩৪ তম বর্ষে পদার্পন করতে চলেছে।
পুজোর থিম ‘আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধন’। অ্যানিমেটেড পুতুলের আদলে তৈরী হচ্ছে দেবী প্রতিমা।প্যান্ডেল এবং আলোকসজ্জাতেও রয়েছে বিশেষ চমক। তাই সরস্বতী পুজোয় যদি ঠাকুর দেখার প্ল্যান থাকে তাহলে নিউ সান ক্লাবের পুজোয় ঢুঁ মারতে ভুলবেন না।