জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ৮ ফেব্রুয়ারি ২০২৫ :
শনিবার সকালে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হলো মেমারি দু’নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে। মেমারি দু’নম্বর ব্লকে অধীনে পাহাড়হাটি গোলাপ মনি হাই স্কুল মাঠে ক্রিকেট প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এসডিও সদর দক্ষিণ একাদশ বনাম এসডিপিও সদর দক্ষিণ একাদশ খেলায় অংশগ্রহণ করে।
প্রথমে ব্যাট করে এসডিও সদর দক্ষিণ একাদশ ১০ ওভারে ৬ উইকেটে ১১৩রান করে। তার পরিপ্রেক্ষিতে এসডিপিও সদর দক্ষিণ একাদশ মেমারি থানা ৭ ওভারে ৩ উইকেটে ১১৪ রান সংগ্রহ করে জয়ী হন। বিজেতা হন এসডিও সদর দক্ষিণ একাদশ। ৮ বলে ৩৭ রান করে এই খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন মেমারি থানার ডিআইবি ফকির উদ্দিন সাজ্জাদ।
এই খেলা প্রাঙ্গনে উপস্থিত ছিলেন বর্ধমান সদর দক্ষিণ এসডিপিও অভিষেক মন্ডল, মেমারি থানার ভারপ্রাপ্ত ওসি প্রীতম বিশ্বাস, সাতগাছিয়া ফাঁড়ির আইসি সামাউর রহমান।
মেমারি দুই নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশাখ ভট্টাচার্য, যুগ্মসমষ্টি উন্নয়ন আধিকারিক সব্যসাচী দাস, মেমারি ২ পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু, সহ সভাপতি গফফর মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ক্রীড়াপ্রেমিরা।