06/05/2025 : 3:08 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

সম্প্রীতির ইফতার ও খুশির উপহার

জিরো পয়েন্ট নিউজ – হুগলি, ২০ মার্চ ২০২৫ :


গত রবিবার ১৬ই মে লায়ন্স ক্লাব অফ হুগলি রুরাল এর উদ্যোগে হুগলী জেলার পান্ডুয়ায় আয়োজিত হয়েছিল লায়ন ডিস্ট্রিক্ট ৩২২ সি ওয়ান এর দাওয়াত-এ-ইফতার অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানের এলাকার প্রায় ৬০ জন রোজদার সহ উপস্থিত ছিল লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২ সি ওয়ানের প্রায় ২২ টি ক্লাবের প্রতিনিধিরা।

হুগলি রুরাল লায়ন্স ক্লাবের ওই দিনের অনুষ্ঠান শুরু হয় সকাল ১০টা য় খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে। প্রায় ৫০টি পরিবার কে ১সপ্তাহ ব্যবহারের চাল ডাল, আলু, তেল পিয়াজ দেওয়া হয়।  বিকাল ৪টা থেকে খুশির ঈদে,খুশির উপহার হিসাবে প্রায় ১০০ টি পরিবারকে নতুন পোশাক – শাড়ি,পাঞ্জাবী, লুঙ্গি প্রভৃতি বিতরণ করা হয়।

এর পর বিকাল ৫ টা য় পান্ডুয়া এলাকার বিভিন্ন মসজিদ ও আস্তানার সামনে পথ চলতি মানুষদের মধ্যে ইফতার বিতরণ করা হয়। এর পর প্রায় ৬০জন রোজাদার ও ৬০জন লায়ন্স সদস্য মিলে একসাথে বসে ইফতার করেন। পবিত্র রমজানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের এই জমায়েত অবশ্যই এক সম্প্রীতির বার্তা বহন করেছে।

এই অনুষ্ঠান সম্পর্কে হুগলি রুলার লায়ন্স ক্লাবের প্রতিনিধিরা জানান আমরা এই আয়োজনের মাধ্যমে আমাদের লায়ন্স পরিবারের পক্ষ থেকে সমাজকে বার্তা দিতে চেয়েছি- খুশির ঈদ সবার হোক। ধর্ম যার যার উৎসব সবার।।

Related posts

বেরেলা নবাঙ্কুর সংঘের পরিচালনায় রক্তদান শিবির বৈঁচিতে

E Zero Point

মেমারিতে সোনার দোকানে চুরি, গ্রেপ্তার মহিলা

E Zero Point

পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোটঃ শুরু ২৭ মার্চ থেকেঃ গণনা ২ মে

E Zero Point

মতামত দিন