06/05/2024 : 1:28 AM
অন্যান্য

সরকারী নির্দেশ মানুন : মেমারি পুরপিতা

সরকারী নির্দেশ মানুন

পূর্ব-বর্ধমান জেলা শাসকের নির্দেশ মতো মেমারি পৌরসভাকে লকডাউন করা হলো।
সরকারী নির্দেশনামা অনুযায়ী সকল শহরবাসীকে চলতে অনুরোধ করা হচ্ছে।
ধন্যাবাদান্তে
স্বপন বিষয়ী
পৌরপিতা
মেমারি পৌরসভা


লকডাউন বা ‘কমপ্লিট সেফটি রেস্ট্রিকশন’ :

বাস, অটো, টোটো, ট্যাক্সি-সহ প্রায় গোটা গণপরিবহণ ব্যবস্থাকেই সোমবার বিকেল থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত স্তব্ধ করে দেওয়া হচ্ছে।

থানা, সংশোধানাগার, আদালত চালু থাকলেও অন্য অধিকাংশ সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে এই সাড়ে চার দিন।

ব্যবসায়িক প্রতিষ্ঠান, কল-কারখানা, দোকান-বাজারও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বাড়ির বাইরে থেকে বেরতে বারণ করা হয়েছে। খুব জরুরি কাজে বেরলেও এক জায়গায় ৭ জনের বেশি লোককে জমায়েত হতে নিষেধ করে দেওয়া হয়েছে।


শুধু খাবার, দুধ, সবজি, ওষুধ-সহ নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিসপত্রের দোকান আর হাসপাতাল ও চিকিৎসা পরিকাঠামো খোলা থাকবে। টেলিকম, ইন্টারনেট, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ, পানীয় জল সরবরাহ, জঞ্জাল অপসারণ পরিষেবাও ছাড় পাচ্ছে। ছাড় পাচ্ছে সংবাদমাধ্যমও।

 

 

Related posts

করোনা থেকে সম্পূর্ণ সুস্থ বিশ্বের আড়াই লক্ষাধিক মানুষ

E Zero Point

করোনা ভাইরাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্যঃ -ডাঃ মহম্মদ মেহবুব এলাহী, গুয়ান্ঝাও সিটি, চীন

E Zero Point

আমের আঁটিতেই জীবিকা পূর্বস্থলীতে

E Zero Point