05/05/2024 : 6:49 PM
অন্যান্য

মঙ্গলকোটের চানকবাসীরা লকডাউনে ভুক্তভোগীদের সহয়তা করলেন

পরাগজ্যোতি ঘোষ; মঙ্গলকোটঃ করোনা ভাইরাসের আতঙ্কে মানুষ যখন ত্রস্ত কর্মহীন মানুষ যখন একমুঠো খাবার যোগাড়ের জন্য দিশাহীন ঠিক সেই সংকটময় পরিস্থিতিতে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার চানক গ্রাম পঞ্চায়েতের অধীন চানক গ্রামের প্রভাত বন্দোপাধ্যায় ও সুন্দর গোপাল মজুমদার গ্রামের সহযোগী মনোভাবাপন্ন ব্যাক্তি ও যুবদের কাছে একটি ত্রাণ তহবিল গঠনের আহ্বান জানান । শুরু হয় ত্রাণ তহবিল গঠনের কাজ । মাত্র এক সপ্তাহের মধ্যে স্থানীয় গ্রামের মানুষ ও গ্রামের যারা জীবন জীবিকার স্বার্থে বর্তমানে বাইরে থাকেন তাদের কাছে সহযোগিতার আবেদন জানান। গ্রামের মানুষ , বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সবুজকলি মিত্র , অন্য রাজ্যে কর্মরত গ্রামের নারী পুরুষ সকলেই এই উদ্যোগকে সাধুবাদ জানান ও আর্থিক ভাবে সহয়োগিতা করেন।  আজ ত্রাণ তহবিলের সংগৃহীত অর্থে ৫০০ জন বিভিন্ন পেশায় যুক্ত দুঃস্থ গ্রামবাসীর মধ্যে পাঁচ কেজি চাল , একটি সাবান ও একটি করে মাস্ক তুলে দেওয়া হয়।আগামীদিনেও পরিস্থিতির উপর নজর রেখে এ ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে প্রভাত বন্দোপাধ্যায় জানান এই কর্মযজ্ঞে গ্রামের যুব সমাজের ভূমিকা ছিলো উল্লেখযোগ্য।স্বাস্থ্য বিভাগ আশাকর্মী ও মঙ্গলকোট থানার সহয়োগিতার জন্য উদ্যোগক্তারা তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

Related posts

প্রধানমন্রী গরীব কল্যাণ যোজনা, বিস্তারিত ভাবে জানুন

E Zero Point

জামুরিয়ার হিজলগড়া গ্রামের মানুষের পাশে দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন

E Zero Point

লকডাউনে নিয়মনীতির ক্ষেত্রে বজ্রআঁটুনি ফস্কা গেরোর চিত্র মঙ্গলকোটের গ্রামীণ ব্যাঙ্কের জালপাড়া শাখায়

E Zero Point

মতামত দিন