19/05/2024 : 7:37 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারির বিশিষ্ট ব্যবসায়ীর খাদ্য সামগ্রী দান

নূর আহামেদঃ লকাডাউনের পঞ্চম পর্যায় ও আনলক-১ এর পরিস্থিতিতে কর্মহীন মানুষের দুমুঠো অন্নের যাতে অভাব না হয় সেদিকে লক্ষ্য রেখে এগিয়ে এলেন মেমারি শহরের বিশিষ্ট ব্যবসায়ী চন্দন বিষয়ী। গত ৬ জুন শনিবার মেমারি কৃষ্টি হলের সামনে মেমারি পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য ও প্রাক্তন উপ-পৌরপ্রধান সুপ্রিয় সামন্তর উপস্থিতিতে প্রায় ১০০টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল।

মেমারি ষ্টেশনবাজার স্থিত প্রায় ৮৭ বছরের পুরাতন সুধীর বস্ত্রালয়ের কর্ণধার চন্দন বিষয়ী জানান যে, দেশের এই অসময়ে ব্যবসার ক্ষতির সম্মুখীন হলেও সমাজের স্বার্থে লকডাউন জরুরী। কিন্তু লকডাউনের ফলে কর্মহীন মানুষের পাশেও আমাদের থাকতে হবে। ভবিষ্যতে আমরা আরও কিছু মানুষের পাশে থাকার পরিকল্পনা গ্রহণ করেছি।

Related posts

দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের সম্প্রীতি উৎসব

E Zero Point

ইটাচুনা চক্রের নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে দ্বারবাসিনী অঞ্চলে ত্রাণ বিলি

E Zero Point

৯৯ বছরের প্রাক্তন জওয়ান করোনা যুদ্ধ জয় করে ডায়মন্ড হারবার ফিরলেন

E Zero Point

মতামত দিন