19/05/2024 : 5:21 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বাড়ির পরিচারিকাকে কেরোসিন দিয়ে আগুন লাগানোর অভিযোগ 

আলেক শেখ, কালনাঃ জয়ীবিয়া বিবি নামের এক মধ্য বয়স্কা মহিলাকে অগ্নিদগ্ধ অবস্থায় বৃহস্পতিবার কালনা সুপার স্পেশালিটি  হাসপাতালে ভর্তি করা হয়।   মহিলার  বাড়ি নাদন ঘাট থানার সমুদ্রগড় রাজবাড়ী গোহাটে।  সে জানায় উত্তর ২৪ পরগনা জেলার  বারাকপুর লাটবাগানে এক সরকারি কর্মচারীর বাড়িতে পরিচারিকার কাজ করতেন। স্বামী পরিত্যক্তা ওই মহিলার বাড়িতে দুটি সন্তান থাকায় সে তিন মাস পর বাড়ি ফিরতে চেয়েছিলেন।   গৃহ মালিক তাতে রাজি না হওয়াই  একদিন  চেঁচামেচি  শুরু করি। তাতেই তিনি ক্ষুব্ধ হয়ে তার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেন। এই অবস্থায়  ৯ দিন গৃহবন্দী থাকার পর কোন রকমে পাশের বাড়িতে গিয়ে আমার নিজের বাড়িতে ফোন করি।  তারপরেই বৃহস্পতিবার আমার বাড়ির লোকজন সেখান থেকে আমাকে উদ্ধার করে কালনা হাসপাতালে ভর্তি করে দেন।  সাংবাদিকদের ক্যামেরার সামনে অগ্নিদগ্ধ মহিলা এই বয়ান দেন।  একই   বয়ান সংশ্লিষ্ট ডাক্তার বাবু কাছেও দেন বলে জানা গেছে।  এখনো পর্যন্ত কোন থানায় অভিযোগ জমা পড়েনি। তবে তার বাড়ির লোকজন অভিযোগ করবেন বলে জানিয়েছেন।

Related posts

গণপিটুনিতে মৃত রবিন পালের ঘটনার সিবিআই তদন্ত করা হোকঃ সাংসদ সৌমিত্র খাঁ

E Zero Point

বগপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলন

E Zero Point

নতুন বছরে মা-মাটি-মানুষের পঞ্চায়েত তৈরি করার জন্য প্রতিজ্ঞাবদ্ধঃ মেমারি ১ ব্লক সভাপতি

E Zero Point

মতামত দিন