04/05/2024 : 2:52 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

পাণ্ডুয়ায় সরাই তিন্না পঞ্চায়েতে সারা ভারত খেতমজুর ইউনিয়ন ও কৃষক সভার ডেপুটেশন

নিজস্ব সংবাদদাত, পাণ্ডুয়াঃ আজ পাণ্ডুয়ায় সরাই তিন্না পঞ্চায়েতে সারা ভারত খেতমজুর ইউনিয়ন ও কৃষক সভার ডেপুটেশনঃ-
আজ হুগলি জেলার পান্ডুয়া ব্লকের অন্তর্গত সরাই তিন্না পঞ্চায়েতে সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন ও কৃষকসভার নেতৃত্বে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনের মুখ্য দাবি গুলি হল ১০০দিনের কাজ, রেশন কার্ড, আম্পান ঝড়ে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রভৃতি। আজকের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পান্ডুয়া বিধানসভার বিধায়ক তথা পান্ডুয়া এরিয়া কমিটির সম্পাদক কমরেড আমজাদ হোসেন, এরিয়া কমিটির সদস্য কমরেড বিজয় রায়, সরাই তিন্না পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সঞ্জয় মুখার্জী,হুগলি জেলা নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদকমণ্ডলীর সদস্য জয়দেব ঘোষ । এছাড়াও ছিলেন অভিষেক ঘোষ, তাজমুল আনসারী, অসিত মন্ডল, তাপস ঘোষ, সুনিতা রায় সহ অন্যান্য বাম নেতৃবৃন্দ।

Related posts

কোনো মিথ্যা তথ্য নয় গত পাঁচ বছরের উন্নয়ণের রিপোর্ট কার্ডঃ বিধায়ক অভেদানন্দ থাণ্ডার

E Zero Point

পূর্বস্থলী স্টেশনে এসে পৌঁছাল কিষান রেল

E Zero Point

মেমারিতে তৃণমূলের বিক্ষোভ ও প্রতিবাদসভা

E Zero Point

মতামত দিন