09/12/2023 : 2:51 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে মাস্ক বিলি বর্ধমানে

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলা বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে বর্ধমানের প্রানকেন্দ্র কার্জনগেট চত্বরে ৫০০ পিস মাস্ক জনসাধারনের হাতে তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন জেলা মহিলা মোর্চার সভাপতি দেবযানী গড়াই ও সাধারন সম্পাদিকা শুক্লা মন্ডল, মমতা রাজমল্ল, রাধারানী সাহা, তৃষ্ণা মুখার্জী । বিজেপির পক্ষ থেকে জানানো হয় যেস এই মাস্ক সম্পূর্ণ মহিলা মোর্চার কর্মীরা নিজে হাতে তৈরি করেছেন। মাস্কে বিজেপির দলীয় লোগো দেওয়া থাকলেও, বিজেপির চিহ্ন ছাড়া মাস্কও বিলি করা হয় সাধারণ পথচারীদের মধ্যে।

Related posts

পূ্র্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোনীত সুপ্রিয় সামন্ত

E Zero Point

মেমারিতে হিন্দি ভাষীদের নিয়ে হোলি সমারোহ

E Zero Point

প্রতিমা নিরঞ্জনের জন্য মালদা পৌরসভার প্রস্তুতি

E Zero Point

মতামত দিন