05/05/2024 : 11:32 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

শ্রাবণ মাসের প্রথম সোমবারঃ ভক্তদের মধ্যে সামাজিক দূরত্ব উধাও

জিরো পয়েন্ট নিউজ প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ২৬ জুলাই ২০২১: 


করোনা সংক্রমণের প্রকোপ কিছুটা নিম্নমুখী হতেই পূর্বস্থলী দু নম্বর ব্লকের পাটুলির জামালপুরের বাবা বুড়োরাজ মন্দিরের শ্রাবণ মাসে সোমবার উপলক্ষ্যে উপচে পড়া ভিড়। ভক্তদের মধ্যে সামাজিক দূরত্ব উধাও করে পুজো দেওয়ার জন্য লম্বা লাইন। যদিও মন্দির কমিটির তরফ থেকে সকাল থেকেই প্রচার চালানো হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে পুজো দেওয়ার লাইনে দাঁড়ানোর জন্য।

কিন্তু পুণ্যার্থীদের মধ্যে সচেতনতার অভাব দেখা গেল এদিন সোমবার সকাল থেকেই। অনেকের মুখে নেই মাস্কও এমনই ছবি ধরা পড়েছে এ দিন সোমবার সকাল থেকেই। এদিন মন্দিরের এক পুরোহিত তিনি জানান অন্যান্য বারের তুলনায় তিন ভাগের এক ভাগও লোক হয়নি এবার। যতটা সম্ভব আমরা সামাজিক দূরত্ব বজায় রেখেই পুজো অর্চনা করছি। মাইকিংয়ের সাহায্যে মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে পুজো দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে মন্দির কমিটির তরফ থেকে।

Related posts

খণ্ডঘোষে দুয়ারে সরকার প্রকল্পের অনুষ্ঠান

E Zero Point

মত বদল সৌমিত্র খাঁয়ের, ইস্তফার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন

E Zero Point

গভীর রাতে পাঁচটি দোকান আগুনে ভষ্মীভূত

E Zero Point

মতামত দিন