06/05/2024 : 1:15 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বর্ধমানে এসএফআই-এর শিক্ষা সামগ্রী দান ও বিপ্লবী চে গুয়েভারা জন্মদিন পালন

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ এসএফআই পক্ষ থেকে গতকাল ১৪ জুন বর্ধমান পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ড বড় মসজিদ এলাকায় যে সমস্ত গরীব-দুঃস্থ পরিবারের যেসব ছোট ছোট শিশুরা রয়েছে তাদের পড়াশোনার উৎসাহ বাড়ানোর জন্য খাতা, পেন, পেন্সিল তুলে দেওয়া হল সিপিএমের ছাত্র সংগঠন এস এফ আইয়ের ছাত্রকর্মীরা।

এছাড়াও এসএফআইয়ের পক্ষ থেরে মহান বিপ্লবী চে গুয়েভারা জন্মদিন পালন করা হলো। তার ছবিতে পুষ্প দিয়ে তার সম্বন্ধে বেশ কিছু ইতিহাসকে তুলে ধরা হলো বক্তব্যের মাধ্যমে।

অন্যদিকে ভাতশালা বাঁকার মাঠে বিনামূল্যে সিপিএমের পক্ষ থেকে মেহেনতি মানুষের জন্য জনতা বাজার বসানো হয়েছে এস এফ আই-এর পক্ষ থেকে।  সেখানে ওই এলাকায় বেশ কয়েকশো মানুষদের সামাজিক দূরত্ব বজায় রেখে টেবিলে সাজানো নানান রকম খাদ্যসামগ্রী একে একে নিজের হাতে সংগ্রহ করে।

Related posts

বর্ধমানে ১৭২ ও জেলায় ৫৬১ জন করোনা আক্রান্ত

E Zero Point

বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত জেএমবি-র সদস্য গ্রেপ্তার

E Zero Point

নদী তীর এলাকা পরিদর্শন বর্ধমানের জামালপুরে

E Zero Point

মতামত দিন