27/04/2024 : 1:21 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

অমানবিকতার পরিচয়, বাবাকে বর্ধমান হাসপাতালে ফেলে উধাও ছেলে

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ ডাক্তার দেখানোর নাম করে এনে বৃদ্ধ অসুস্থ বাবাকে হাসপাতালে ফেলে রেখে উধাও ছেলে । ঘটনাটি ঘটেছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে । জানা গিয়েছে গত শুক্রবার চিকিৎসা করানোর নাম করে বর্ধমান মেডিকেল কলেজে অসুস্থ বৃদ্ধকে আনে তার ছেলে, তারপর দুদিন কেটে যায় আজও ছেলের দেখা মেলেনি । অসুস্থ বৃদ্ধ জানান তার ছেলে রাহুল দাস, বাড়িতে ছেলে ছাড়া স্ত্রী রয়েছে । জানা গিয়েছে ছেলের আশায় থেকে তার ঠাই হয়েছিল হাসপাতালের বহি: বিভাগের রোগীর আত্মীয়দের বসার জায়গায় । অসুস্থ বৃদ্ধ হাটা চলার ক্ষমতা হারিয়েছেন । তিনি জানান তার নাম অনাথ দাস, বাড়ি দুর্গাপুর বেনাচিতি এলাকায় । রবিবার হাসপাতাল ক্যাম্পাসের এক পুলিশকর্মীর নজরে আসে, অবশেষে পুলিশের মানবিকতায় অসুস্থ বৃদ্ধ ঠাঁই পায় হাসপাতালের বেডে । আর কতবার , আর কতবার আমরা দেখাবো এই একই ঘটনা, ঘটনার স্থান ঘটনা ঘটানোর রুপ হয়তো আলাদা, আমরা ঘটনা দেখাই সমাজকে কিন্তু সমাজের একশ্রেণীর মানুষের এইরূপ ঘটনা যদি বারবার ঘটায় তাহলে তো প্রশ্নটা থেকেই যায় নিজেরা বদলাবো কবে ।

Related posts

জমে উঠেছে সারা বাংলা বাউল মেলা দেবীপুরে

E Zero Point

তৃণমূল-বিজেপি নায়ক নায়িকা সংসদে পাঠায়ঃ সিপিআইএম প্রার্থী নীরব খাঁ বললেন মেমারিতে

E Zero Point

যাত্রীবোঝাই সরকারি বাসে আগুন

E Zero Point

মতামত দিন