19/04/2024 : 9:13 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বিজেপি দ্বারা কানহু মূর্মূর মূর্তি ভাঙার প্রতিবাদে সাংবাদিক বৈঠক বর্ধমানে

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ পুরুলিয়ায় কানহু মূর্মূর মূর্তি ভাঙা নিয়ে এবার গর্জে উঠল পূর্ব বর্ধমান জেলা সহ গোটা রাজ্যের আদিবাসী মানুষের সিংহভাগ। গত ৬ জুলাই সোমবার বর্ধমানে সাংবাদিক বৈঠকে পুরুলিয়ায় বিজেপি নেতা বৈদ্যনাথ মাণ্ডি দ্বারা আদিবাসী বীর শহিদ ঈশ্বরতুল্য কানহু মূর্মূর মূর্তি ভাঙার প্রতিবাদে চলতি জুলাই মাস জুড়েই লাগাতার আন্দোলনের কথা ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এবং তৃণমূল কংগ্রেসের জেলা কো-অর্ডিনেটর তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু। এদিন এই সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন জেলা পরিষদের মেণ্টর উজ্জ্বল প্রামাণিক, কর্মাধ্যক্ষয বাগবুল ইসলাম, মিঠু মাঝি, মেমারী ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মামণি মূর্মূ, ভাতার পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমুখরা। স্বপনবাবু এদিন বলেন, রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে সমস্ত জেলায় জেলায় এই ঘটনায় প্রতিবাদ সংগঠিত হচ্ছে। এদিন দেবু টুডু জানিয়েছেন, যেভাবে বিজেপি নেতা বৈদ্যনাথ মাণ্ডি আদিনীয় কানহু মূর্মূর মূর্তিকে ভেঙে স্বৈরাচারী মনোভাবের পরিচয় দিয়েছে তাকে ঘৃণা জানাচ্ছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনার প্রতিবাদে পূর্ব বর্ধমান জেলার প্রতিটি ব্লকে ব্লকে প্রতিবাদ সংগঠিত হবে চলতি জুলাই মাস জুড়েই।

Related posts

মেখলিগঞ্জে তৃণমূল কংগ্রেসের সন্মেলন

E Zero Point

গৃহবধূ বধূকে নির্যাতন ও গৃহ সংস্কারে বাধা অভিযোগ,শশুর বাড়ির লোকের বিরুদ্ধে

E Zero Point

মঙ্গলকোটে মোদিজীর জন্মদিন পালনঃ পবনপুত্র এর লাড্ডু গ্রহণ

E Zero Point

মতামত দিন