02/05/2024 : 8:38 AM
ট্রেন্ডিং নিউজ

করোনা আবহে অনন্য নজির মঙ্গলকোটের জয়পুরে

পরাগ জ্যোতি ঘোষ, মঙ্গলকোট: করোনা আবহে অনন্য নজির গড়লো মঙ্গলকোটের জয়পুরের ঔষধ ব্যবসায়ী অবনী পাল ও তার পুত্র তারকনাথ পাল । ছায়া ফার্মেসীর মালিক অবনীবাবু তার দোকান কে এমনভাবে কাচের মোড়ক দিয়ে মুড়ে দিয়েছেন যে খরিদ্দারকে মেন্টেন করতে কোন অসুবিধা এখন আর হচ্ছে না এরমধ্যে । চক্রাকার বৃত্তের মধ্যে খরিদ্দারকে লাইন দিয়ে রেখে কিছুদিন চেষ্টা করেছিলেন সম্মানজনক দূরত্ব মেনটেন করে ব্যবসা করার কিন্তু সে ক্ষেত্রে নিজেদের নিরাপত্তা সেভাবে থাকছে না। তাই তিনি তার দোকান টিকেই কাচ দিয়ে মুড়ে দিলেন । কেবলমাত্র কাউন্টারের মধ্যে একটি গোলাকার ফুটো আছে সেই ফুটো দিয়িই টাকা পয়সা নেওয়া এবং ঔষধ প্রদান তিনি করেন ।এতে তিনি নিজেকে যথেষ্ট নিরাপদ বলে মনে করছেন। তিনি এটা চালু করার সাথে সাথেই অনেক ঔষধ দোকানেই এই পদ্ধতিতে দোকান সাজানোর একটা ট্রেনড এসে গেছে মঙ্গলকোটে। যেখানে বড় বড় শহরতলিতে এই ধরনের ব্যবস্থা নেই বললেই চলে সেখানে জয়পুরের মত একটা গ্রামে এই ধরনের আধুনিক পরিষেবা যথেষ্ট মৌলিকতা দাবি করে বলে মনে করছেন এলাকার সাধারণ মানুষ।

Related posts

অফবিটঃ রবিবাসরীয় বাঙালির পাতে খুশির হাওয়া

E Zero Point

IPL2023: জেনে নিন আইপিলের ইতিহাসে কে প্রথম?

E Zero Point

বিশ্ব ধরিত্রী দিবসে বর্জ্য সংগ্রহ অভিযান পূর্ব বর্ধমানে

E Zero Point

মতামত দিন