04/05/2024 : 3:11 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

পূর্বস্থলীর পর  লাল ঝাণ্ডায় আসা শুরু মন্তেশ্বরে

 আলেক শেখ, কালনা, ২২  জুনঃ পূর্বস্থলীর দোগাছিয়া ও নিমদহের পর এবার মন্তেশ্বরেও অন্য দল ছেড়ে লাল ঝাণ্ডার তলায় আসা শুরু হয়ে গেল। সোমবার মন্তেশ্বরের কুলুট গ্রামে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে ৫০টি পরিবার তৃণমূল ছেড়ে লাল ঝান্ডা হাতে তুলে নিলেন।  সিপিআইএমের পূর্ব বর্ধমান জেলা কমিটির অন্যতম সদস্য চৌধুরী মহঃ হেদায়েত্তুলাহ, ওসমান গনি সরকার,  ফিরোজ সেখ, রূবেন রায়, বরুণ দত্ত প্রমুখরা  এই অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের স্বাগত জানান।  উল্লেখ্য যতদিন যাচ্ছে মানুষের জীবনের যন্ত্রণা যেমন বাড়ছে, তেমনই তৃনমূল – বিজেপির বিরুদ্ধে মোহভঙ্গ হচ্ছে। আর মানুষ জীবনের অভিজ্ঞতায় চিনে নিচ্ছেন তার চলার সাথি লালঝান্ডাকে। পাশাপাশি তাঁরা আগামী দিনে মেহনতি মানুষের লড়াইকে জোরালো করার শপথ গ্রহণ করছেন। মানুষের লাল ঝাণ্ডায় ফেরা প্রথম শুরু হয় চলতি মাসে মাঝামাঝি  পূর্বস্থলী বিধানসভা কেন্দ্রের দোগাছিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গাগরা গ্রামে। বাম বিধায়ক প্রদীপ কুমার সাহার উপস্থিতিতে তফসিল জাতি অধ্যুষিত এই গ্রামের ৬৭ টি পরিবার অন্য দল ছেড়ে লাল ঝান্ডা হাতে তুলে নেন। তার দুই দিন পর পূর্বস্থলী বিধানসভারই অন্তর্গত নিমদহ গ্রাম পঞ্চায়েতের সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম হরিশপুরের দুই শতাধিক পরিবার লাল ঝান্ডা হাতে তুলে নেন। সেখানেও উপস্থিত ছিল পূর্বস্থলী উত্তর বিধানসভার বাম বিধায়ক প্রদীপ কুমার সাহা।

Related posts

করোনা যোদ্ধাদের সম্মানজ্ঞাপন করলেন শুভেন্দু অধিকারীর অনুগামীরা

E Zero Point

কেরল পারলে পশ্চিমবঙ্গ কেন পারবে না

E Zero Point

কৃষক সভার সম্মেলন মেমারি রসুলপুরে

E Zero Point

মতামত দিন