05/05/2024 : 4:55 AM
আমার বাংলাগলসিদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

প্রধানমন্ত্রীর চিঠি বিতরণে বাধা সৃষ্টির প্রচেষ্টা গলসির পারাজে

শেখ নিজাম আলমঃ গত ২১ জুন পারাজ গ্রামে প্রধানমন্ত্রীর চিঠি বাড়ীতে বাড়ীতে পৌছানোর কর্মসূচী ছিল বিজেপির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক ধীমান রায়,সহ সভাপতি রমন শর্মা, জেড-ডি সভাপতি স্বরূপ চ্যাটার্জী প্রমূখ। এই কাজ ১৬ তারিখ থেকে বিভিন্ন এলাকায় চলছিল। কিন্তু পারাজ গ্রামে বিজেপির পতাকা খুলে নেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের কিছু দুস্কৃতি আজ বোমাবাজি করেছে বলে বিজেপির অভিযোগ। লিখিত অভিযোগ দেওয়া হয়েছে গলাসি থানায়। খবরে প্রকাশ আজ পারাজ গ্রামে বাড়ীতে বাড়ীতে প্রধানমন্ত্রীর চিঠি অর্থাৎ লিফলেট দেওয়া হচ্ছিল। খাওয়ার ব্যাবস্থা করা হয়েছিল এক কর্মীর বাড়ীতে। আর খেতে গিয়েই বিপত্তি। হঠাৎ শোনা গেল কারা যেন বিজেপির পতাকাগুলো খুলে নিচ্ছে।

এর প্রতিবাদ করতে পারাজ বাগ্দী পাড়ায় সংঘবদ্ধ হয় বিজেপি কর্মীরা। বিজেপির গলসির জেড-ডি সভাপতি স্বরূপ চ্যাটার্জী জানান,পুলিশের উপস্থিতিতেই দূস্কৃতিরা বোমা ছোড়ে। গলসি থানার পুলিশ এই সংঘর্ষ তৈরি হওয়ার আগেই কঠোরভাবে তা বন্ধ করতে প্রস্তুতি নেন। ফলে কারও কোন ক্ষতি হয়নি। তবে এক বিজেপি কর্মীর দোকান ঠেলে ফেলে দেওয়া হয়েছে বলে জানা যায়। শেষমেশ বিজেপি কর্মীরা বাড়ী যাওয়ার পথে ব্রীজের নীচে থেকে কতক তৃণমূল কর্মী গালিগালাজ দিয়েছে বলে অভিযোগ করেন স্বরূপ চ্যাটার্জী। তিনি জানান আমরাও পিছিয়ে নেই। আমাদের কাজ করতে বাধা সৃষ্টি করলে আমরাও তার প্রতিশোধ নেব। সহ সভাপতি রমন শর্মা জানান, সুষ্ঠুভাবে প্রধানমন্ত্রীর কাজ আমরা করতে চাই। তাতে যেন কেউ বাধাসৃষ্টি না করে। এলাকায় গলসি থানার পুলিশ উপস্থিত আছেন।

Related posts

পূর্বস্থলীতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা

E Zero Point

বিশ্বাসঘাতকতা দিবসে মোদী-শাহর কুশপুত্তলিকা দাহ মেমারিতে

E Zero Point

কেন্দ্রীয় অর্ডিন্যান্সের বিরুদ্ধে বিক্ষোভ কালনায়

E Zero Point

মতামত দিন