04/05/2024 : 3:02 AM
আমার দেশশিক্ষা

সিবিএসই-আইএসসিইর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল ১৫ জুলাইয়ের মধ্যে প্রকাশ করতে হবেঃ সুপ্রিম কোর্ট

আজ সিবিএসই পরীক্ষা নিয়ে আজ শুনানি শেষে সুপ্রিম কোর্ট জানায় যে আগামী জুলাই মাসের ১৫ তারিখের মধ্যে সিবিএসই-আইএসসিইর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে।

এছাড়াও নম্বর দেওয়ার ক্ষেত্রে মানা হবে কিছু বিশেষ পদ্ধতি। গড় নম্বরে সন্তুষ্ট না হতে ফের পরীক্ষার জন্য আবেদন করতে পারবে পরীক্ষার্থীরা। ৩টির বেশি বিষয়ে পরীক্ষায় বেস্ট অফ থ্রি হিসাবে গড়ে নম্বর দেওয়া হবে। বাকি বিষয়ের নম্বর আসবে বেস্ট অফ থ্রি গড়ে। ৩টির বিষয়ে পরীক্ষা দিলে বেস্ট অফ টু গড়ে মিলবে নম্বর। অতএব বাকি বিষয়ের নম্বর মিলবে বেস্ট অফ টু গড়েই। একটি পরীক্ষা দিলে আগের পরীক্ষার ভিত্তিতে হবে মূল্যায়ন। সেই সঙ্গে যোগ হবে প্র্যাক্টিক্যাল পরীক্ষার গড় নম্বর।

অন্যদিকে সুপ্রিম কোর্টে কেন্দ্র জানায় যে, জুলাইয়ে আইসিএসসি-আইএসসি এবং সিবিএসই-র দশম-দ্বাদশের পরীক্ষা বাতিল করা হল। করোনা-পরিস্থিতি স্বাভাবিক হলে ইচ্ছুকরা বসতে পারে সিবিএসই-র দ্বাদশের পরীক্ষায়। তবে নতুন করে পরীক্ষার সুযোগ থাকছে না আইসিএসসি-আইএসসি-র।

Related posts

ভারতের মধ্যে দ্বিতীয় নীল রাস্তার উদ্বোধন মেমারিতে

E Zero Point

ভারতে বিজ্ঞান কেন্দ্র আন্দোলনের জনক ডঃ সরোজ ঘোষ ৮৫ বছরে পা দিলেনopoint.net/news/465543

E Zero Point

দেশে গত ২৪ ঘন্টায় দেশে করোনা মুক্ত হয়েছেন ৬৮,৫৮৪ জন

E Zero Point

মতামত দিন